২০২৫ সাল পর্যন্ত আর্সেনালে আর্তেতা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2022 10:43 PM BdST Updated: 06 May 2022 10:43 PM BdST
দলকে চ্যাম্পিয়ন্স লিগে ফেরানোর লড়াইয়ে রাখা কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে আর্সেনাল। ২০২৫ সাল পর্যন্ত লন্ডনের ক্লাবটিতে থাকবেন মিকেল আর্তেতা।
আর্সেনাল শুক্রবার এক বিবৃতিতে জানায়, স্প্যানিশ কোচের সঙ্গে চুক্তির মেয়াদ ২ বছর বাড়ানো হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির কোচ হিসেবে উনাই এমেরির স্থলাভিষিক্ত হন আর্তেতা। আগের চুক্তি অনুযায়ী আগামী মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকার কথা ছিল তার।
নতুন চুক্তির পর ক্লাবের ওয়েবসাইটে উচ্ছ্বাস প্রকাশ করেন ৪০ বছর বয়সী আর্তেতা, “আমি খুবই রোমাঞ্চিত, কৃতজ্ঞ এবং সত্যি সত্যিই খুব খুশি।”
২০১৯-২০ মৌসুমে আর্সেনালকে এফএ কাপের শিরোপা উপহার দেন আর্তেতা। ফাইনালে চেলসিকে হারায় তার দল। গত বছর অষ্টম স্থানে থেকে লিগ শেষ করে আর্সেনাল। আর্তেতা দায়িত্ব নেওয়ার পর প্রথম পূর্ণ মৌসুম ছিল সেটি।
চলতি মৌসুমে আর্সেনাল লিগে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে লড়ছে। ৩৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে রয়েছে দলটি। তৃতীয় স্থানে থাকা চেলসির চেয়ে পিছিয়ে আছে ৩ পয়েন্ট।
আর পঞ্চম স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের চেয়ে এগিয়ে আছে ২ পয়েন্ট।
আর্তেতা তার দলকে নিয়ে শোনালেন বড় লক্ষ্যের কথা।
“আমরা ক্লাবকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই এবং শীর্ষ দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। সেটা করতে হলে আমাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হবে। আমাদের দলকে বিকশিত করতে সক্ষম হতে হবে, খেলোয়াড়দের উন্নতি করতে হবে, সকল বিভাগে উন্নতি করতে হবে।”
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন