বেতিসের বিপক্ষেই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে চায় বার্সা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2022 09:22 PM BdST Updated: 06 May 2022 10:23 PM BdST
হতাশায় মোড়ানো মৌসুমের শেষটা যতটা সম্ভব ভালো করতে চায় বার্সেলোনা। আগেভাগেই নিশ্চিত করতে চায় লা লিগার শীর্ষ চারে থাকা। বাকি ম্যাচগুলোতে ভালো করে জায়গা করে নিতে চায় স্প্যানিশ সুপার কাপে।
বাংলাদেশ সময় আগামী শনিবার রাত ১টায় রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এই ম্যাচে জিতলে নিশ্চিত হয়ে যাবে সেরা চারে থাকা। তিনে থাকা সেভিয়ার সঙ্গে বাড়বে ব্যবধান। তাই ম্যাচটি কাতালান ক্লাবটির কোচ শাভি এর্নান্দেসের কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব।
৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আগেই শিরোপা পুনরুদ্ধার করা রিয়াল। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।
পরের তিনটি স্থানে আছে সেভিয়া (৬৪), গত আসরের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ (৬১) ও রিয়াল বেতিস (৫৮)।
বেতিসের বিপক্ষেই চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করে শাভি মনোযোগ দিতে চান স্প্যানিশ সুপার কাপে জায়গা পাওয়ার লড়াইয়ে।
“আশা করছি, এটা চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার জন্য একটি সুবর্ণ সুযোগ হবে। তারা (বেতিস) সরাসরি প্রতিদ্বন্দ্বী, তাদের দুর্দান্ত খেলোয়াড় এবং অসাধারণ একজন কোচ আছে। লড়াইটা কঠিন হবে।”
“আমরা ন্যূনতম অর্জনের জন্য লড়ছি, তবে এটি এমনই। দুটি লক্ষ্য আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা।”
চার দলের স্প্যানিশ সুপার কাপে খেলার সুযোগ পায় কোপা দেল রের দুই ফাইনালিস্ট ও লা লিগার দুই শীর্ষ দল। এবার কোপা দেল রেতে বার্সেলোনার অভিযান থেমে যায় শেষ ষোলোতেই। লা লিগায় রানার্সআপ হলেই কেবল মিলতে পারে সুযোগ। এটা ভালোভাবেই আছে শাভির ভাবনায়।
“আমরা এর বাইরে ভাবতে পারি না। (তবে) আমি আশা করি যে আসছে গ্রীষ্মে অর্থনৈতিক পরিস্থিতি ভালো না হওয়া সত্ত্বেও (নতুন খেলোয়াড়) দলে নেওয়া হবে। আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাকে অগ্রাহ্য করতে পারি না।”
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’