রেঞ্জার্সকে ইউরোপা লিগের ফাইনালে তুলে উচ্ছ্বসিত লুন্ডস্ট্রাম
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2022 04:36 PM BdST Updated: 06 May 2022 05:49 PM BdST
-
জন লুন্ডস্ট্রামের গোলে নিশ্চিত হয় রেঞ্জার্সের ফাইনালের টিকেট
১৪ বছর পর রেঞ্জার্সকে ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে তোলায় রেখেছেন অগ্রণী ভূমিকা। লাইপজিগের বিপক্ষে দারুণ জয়ের পর উচ্ছ্বাসে ভাসছেন স্কটিশ ক্লাবটির মিডফিল্ডার জন লুন্ডস্ট্রাম। বললেন, তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত এটি।
ইউরোপা লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার লাইপজিগকে ৩-১ গোলে হারায় রেঞ্জার্স। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় ফাইনালে জায়গা করে নেয় তারা। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল বুন্ডেসলিগার ক্লাবটি।
প্রথমার্ধে দুই গোল দিয়ে লড়াইয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রেঞ্জার্স। কিন্তু ৭০তম মিনিটে সমতা টানে লাইপজিগ। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লুন্ডস্ট্রাম।
রেঞ্জার্স সবশেষ ইউরোপের কোনো প্রতিযোগিতায় ফাইনাল খেলেছিল ২০০৮ সালে, তখনকার উয়েফা কাপে। সেবার হেরেছিল তারা।
লাইপজিগের বিপক্ষে জয়ের পর বিটি স্পোর্টকে লুন্ডস্ট্রাম বলেন, বড় মঞ্চে দলের জন্য অবদান রাখতে পারার আনন্দ দোলা দিয়ে যাচ্ছে তাকে।
“আমি ম্যাচটি খেলতে এসেছিলাম ভালো অনুভূতি নিয়ে, কিন্তু সত্যিই এমন কিছু করে ফেলা...আমি এটা ভাষায় প্রকাশ করতে পারছি না।”
“এই মৌসুমে আমরা অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছি। তারপরও আমরা ইউরোপা লিগের ফাইনালে পৌঁছে গেছি, দারুণ! নিঃসন্দেহে এটা আমার সবচেয়ে সেরা ম্যাচ।”
গত বুধবার ৬৯ বছর বয়সে মারা গেছেন রেঞ্জার্সের কিট ম্যান জিমি বেল। এই জয় তাকে উৎসর্গ করেছেন লুন্ডস্ট্রাম।
আগামী ১৮ মে ফাইনালে রেঞ্জার্সের প্রতিপক্ষ আরেক জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব