আমরা সেরাটা খেলতে পারিনি: গুয়ার্দিওলা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2022 05:08 PM BdST Updated: 05 May 2022 05:08 PM BdST
এত কাছে, তবু এত দূর! ম্যানচেস্টার সিটির সঙ্গে কথাটা যেন খুব যায়। ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে দুই গোলের ব্যবধানে, তাদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু পরপর দুই মিনিটে দুটি, পরে আরেকটি গোল হজম করে ইংলিশ দলটিকে বিদায় নিতে হয়েছে বেদনা সঙ্গী করে। দলটির কোচ পেপ গুয়ার্দিওলা নির্দ্বিধায় মেনে নিয়েছেন তাদের ব্যর্থতা।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগে ৪-৩ গোলে জয়ের পর বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লেগেও জয়ের সুবাস পাচ্ছিল সিটি। ৭৩তম মিনিটে দলকে এগিয়ে নেন রিয়াদ মাহরেজ। ৮৯ মিনিট পর্যন্ত দুই লেগ মিলিয়ে তারা এগিয়ে ৫-৩ গোলে। এরপরই গড়বড় হয়ে যায় সবকিছু।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যাচে সমতা টানেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধে বদলি নামা এই ব্রাজিলিয়ান উইঙ্গার যোগ করা সময়ের প্রথম মিনিটে হেডে আবার জালে বল পাঠান, দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৫-৫। এরপর অতিরিক্ত সময়ে করিম বেনজেমার স্পট কিকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ৬-৫ গোলের অগ্রগামিতায় ফাইনালের উঠে যায় রিয়াল।
ম্যাচ শেষে বিটি স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় গুয়ার্দিওলার সরল স্বীকারোক্তি, নিজেদের সেরাটা মেলে ধরতে পারেননি তারা।
"আমরা (ফাইনালের) খুব কাছে ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা সেখানে যেতে পারিনি। প্রথমার্ধে আমরা যথেষ্ট ভালো খেলিনি, তবে আমাদের খুব বেশি ভুগতেও হয়নি। গোল করার পর আমরা আরও ভালো খেলছিলাম, আমরা ছন্দ খুঁজে পেয়েছিলাম, খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্য বোধ করছিল।”
“এদের মিলিতাও, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, করিম বেনজেমাসহ অনেক খেলোয়াড়কে তারা বক্সে রেখেছিল, তারা ক্রস দেয় এবং দুটি গোল করে। আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি, তবে এটা স্বাভাবিক, সেমি-ফাইনালে খেলোয়াড়রা চাপ অনুভব করে। ফুটবল অননুমেয় একটি খেলা। আমাদের (হার) মেনে নিতে হবে।”
ঘরোয়া ফুটবলে অনেক সাফল্য পেলেও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এখনও অধরাই সিটির। ২০১৬ সালে গুয়ার্দিওলা দায়িত্ব নেওয়ার পর তিনবার প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় তারা। গত মৌসুমে প্রথমবার ফাইনালে উঠে হারতে হয় চেলসির বিপক্ষে। এবার অভিযান থামল শেষ চারে।
-
রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে
-
ইউক্রেইনের মানুষদের জন্য খেলবে লিভারপুল: ক্লপ
-
রিয়ালের সামনে ‘ট্রেবল’ জয়ের চাপে লিভারপুল
-
লিসবনের দুঃখ প্যারিসে ভুলতে চান কোর্তোয়া
-
‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
-
টিভিতে আজ
-
লিভারপুলের প্রতিশোধ নেওয়ার থাকলে রিয়ালেরও আছে: আনচেলত্তি
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)