ওয়েস্ট হ্যাম সমর্থকদের ওপর আইনট্রাখট সমর্থকদের হামলা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2022 10:18 PM BdST Updated: 04 May 2022 10:18 PM BdST
-
সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচের সময় ওয়েস্ট হ্যামের সমর্থকরা। ছবি: রয়টার্স
খেলা মাঠে গড়াতে বাকি ২৪ ঘণ্টারও বেশি সময়। এর মধ্যেই সমর্থকদের মাঝে ছড়াল উত্তেজনা। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের হামলার শিকার হলেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সমর্থকরা।
ইউরোপা লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার জার্মান ক্লাব আইনট্রাখটের মাঠে খেলবে ওয়েস্ট হ্যাম। এর আগের দিন ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামের একদল সমর্থক হামলার শিকার হন।
জার্মান পুলিশ জানিয়েছে, সামান্য আহত অবস্থায় একজনকে হাসপাতালেও নিতে হয়েছে।
পুলিশ বলছে, বুধবার সকালে ওয়েস্ট হ্যাম সমর্থকরা একটি পাবের সামনে জড়ো হয়েছিল। সেখানে দুটি ভ্যান এসে থামে। প্রত্যক্ষদর্শীরা জানান, আইনট্রাখট সমর্থকরা ভ্যান থেকে নেমে পাবে ঢুকে ওয়েস্ট হ্যাম সমর্থকদের ওপর হামলা চায়। এ সময় হামলাকারীদের মুখ ঢাকা ছিল।
পরে তারা বেরিয়ে আসে এবং গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ভ্যান দুটি শনাক্ত করতে পারেনি। ভ্যান দুটির একটির সঙ্গে স্থানীয় নাম্বার প্লেট ছিল।
ফ্রাঙ্কফুর্ট পুলিশ বিবৃতিতে বলেছে, আহত ওয়েস্ট হ্যাম সমর্থকের বয়স ৩৪।
ম্যাচটি ঘিরে দুদলের সমর্থকদের মাঝে এমনিতেই বেশ উত্তেজনা রয়েছে। ৪০ বছরেরও বেশি সময় পর ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে ওঠার সম্ভাবনা উভয় দলের সামনে।
প্রথম লেগের লড়াইয়ে ওয়েস্ট হ্যামের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে বার্সেলোনাকে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় করে দেওয়া আইনট্রাখট। তবে গোলের ব্যবধান বেশি না হওয়ায় ওয়েস্ট হ্যামের সম্ভাবনাও টিকে আছে ভালোভাবে।
দুজন জার্মান সাংবাদিক প্রথম লেগের লড়াইয়ের সময় ওয়েস্ট হ্যাম সমর্থকদের দ্বারা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
টিভিতে আজ
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে