ক্লপের মনে হচ্ছে, ‘২০ বছরে এটিই প্রথম’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2022 10:20 AM BdST Updated: 04 May 2022 08:13 PM BdST
এই মঞ্চ ইয়ুর্গেন ক্লপের খুব চেনা। এখানে পা রাখার সবশেষ স্মৃতি খুব পুরনো নয়। এই মঞ্চে বিজয় উল্লাসের মেতে ওঠার অভিজ্ঞতাও তার আছে। তবু নতুন কিছু অর্জনের অনুভূতিই ছুঁয়ে যাচ্ছে তাকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে লিভারপুল কোচের মনে হচ্ছে, এমন কিছুর স্বাদ তিনি পাননি আগে!
ফাইনালে ওঠার আগে এবার কঠিন পরীক্ষায় উতরাতে হয়েছে তাদের। সেমি-ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলে জিতলেও ভিয়ারিয়ালের মাঠে মঙ্গলবার প্রথমার্ধেই সেই ব্যবধান ঘুচে যায়। দাপুটে ফুটবলে ভিয়ারিয়াল এগিয়ে যায় ২-০ গোলে। তবে দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের ঝড়ে তিন গোল করে শেষ পর্যন্ত ম্যাচ জিতেই ফাইনালে পা রাখে ক্লপের দল।
২১ বছরের কোচিং ক্যারিয়ারে ক্লপের চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এটি। তার কোচিংয়ে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল লিভারপুল। এর আগের মৌসুমেও তারা খেলেছিল ফাইনালে। এই দুবারই শুধু নয়, তার কোচিংয়ে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।
এবার ফাইনালে ওঠার পর তবু যেন নতুন রোমাঞ্চের ছোঁয়া পাচ্ছেন ক্লপ, বললেন তিনি বিটি স্পোর্টকে।
“মনে হচ্ছে যেন, ২০ বছরে এটিই প্রথম। এটা অসাধারণ জয়, কারণ নিজেদের কাজটা কঠিন করে তুলেছিলাম আমরাই। তবে এরকম কিছু যে হতে পারে, তা জানা ছিল আমাদের।”
প্রথমবার মনে হওয়া এই ফাইনালে উঠে একটি ‘প্রথম’ কীর্তি গড়া হয়ে গেছে ক্লপের। একই মৌসুমে দলকে ইংলিশ লিগ কাপ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা প্রথম কোচ তিনিই।
ফেবারিট হিসেবেই সেমি-ফাইনালের দ্বিতীয় লেগ শুরু করে লিভারপুল। কিন্তু ভিয়ারিয়ালের আগ্রাসী ম্যান-মার্কিং ফুটবলে দিশা হারিয়ে ফেলে ক্লপের দল, নিজেদের বল ধরে রাখার খেলায় তারা খেই হারায়। দ্বিতীয়ার্ধে লুইস দিয়াস নামার পর লিভারপুলের খেলায় নতুন গতি আসে। একটি গোল করা ছাড়াও খেলার মোড় বদলে দেন কলম্বিয়ান এই উইঙ্গার।
প্রথমার্ধে দলের খেলায় ইতিবাচক কিছু খুঁজে পাননি ক্লপও। দ্বিতীয়ার্ধে পালাবদলের জন্য তিনি দিয়াসকে কৃতিত্ব দিলেও বললেন, খেলার ধরনে বদল এনেই মিলেছে সাফল্য।
“আমরা জানতাম ভুল কোথায় হচ্ছে, কারণ এটা স্পষ্টই ছিল। তবে খেলোয়াড়দেরকে দেখানোর মতো পরিস্থিতি ছিল না যে আমরা কোনটি ঠিকঠাক করছি। স্টাফদেরকে বললাম, ‘বের করো যে কোথায় আমরা ভালো করেছি, ছেলেদের তা দেখাব’, কিন্তু স্টাফরা বলল, ‘এরকম কিছু নেই।”
“লুইস নামার পর অবশ্যই (দারুণ কাজে দিয়েছে)… কী দুর্দান্ত ফুটবলার সে… তবে কে নেমেছে, সেটা মূল ব্যাপার নয়, কীভাবে আমরা খেলতে শুরু করেছি, সেটাই ছিল পার্থক্য।”
২৮ মে প্যারিসের ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি অথবা রিয়াল মাদ্রিদ।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
টিভি সূচি (বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২)
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ