মায়োর্কাকে হারিয়ে দুইয়ে ফিরল বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2022 02:57 AM BdST Updated: 02 May 2022 03:34 AM BdST
সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা তিন হারের হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। মায়োর্কাকে হারিয়ে লিগ টেবিলে আবারও দুই নম্বরে ফিরল শাভি এরনান্দেসের দল।
কাম্প নউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা।
মেমফিস ডিপাই স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান সের্হিও বুসকেতস। শেষ দিকে একটি গোল শোধ করে সফরকারীরা।
আগের দিন এস্পানিওলকে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ। শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার লড়াইয়ে নিজেদের অবস্থান কিছুটা শক্ত করল বার্সেলোনা। ৩৪ ম্যাচে ১৯ জয় ও ৯ ড্রয়ে কাতালান দলটির পয়েন্ট হলো ৬৬।

ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। বাঁ দিক থেকে গাভি ক্রস বাড়ান ডি-বক্সে। লাফিয়ে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের নেওয়া হেড ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক সের্হিও রিকো।
উনবিংশ মিনিটে সুবর্ণ সুযোগ হারান মায়োর্কার ফের নিনো। সতীর্থের পাসে কাছ থেকে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন অরক্ষিত স্প্যানিশ ফরোয়ার্ড।
২৪তম মিনিটে জর্দি আলবার ক্রসে রোনালদ আরাহো হেডে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। পরের মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। আলবার লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের সামনে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন মেমফিস।
এরপরই চোট নিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্দ পিকে। তার বদলি নামেন তরুণ ডিফেন্ডার এরিক গার্সিয়া।

পরক্ষণেই দ্বিগুণ হয় ব্যবধান। তরেসের প্রচেষ্টা প্রতিহত করেন সফরকারীদের এক ডিফেন্ডার। ফিরতি বল পেয়ে জায়গা বানিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন বুসকেতস।
বার্সেলোনার জার্সিতে অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডারের এটি ১৮তম গোল।
৭৩তম মিনিটে তরেস জালে বল পাঠালেও ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। এরপরই এই ফরোয়ার্ডের বদলি হিসেবে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে তিন মাসের বেশি সময় পর মাঠে ফেরেন আরেক ফরোয়ার্ড আনসু ফাতি।
৭৯তম মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। সালভা সেভিয়ার দারুণ ফ্রি-কিকে ডি বক্সে ভলিতে গোলটি করেন রাইয়ো। বাকি সময়ে আরেকটি সুযোগ পেলেও নাটকীয় কিছু অবশ্য করে দেখাতে পারেনি তারা।
৩৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে মায়োর্কা।
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা