ইউনাইটেডের ডাগআউট থেকে অস্ট্রিয়া জাতীয় দলে রাংনিক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2022 06:16 PM BdST Updated: 29 Apr 2022 06:16 PM BdST
চলতি মৌসুমের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব ছেড়ে পরামর্শক হিসেবে যোগ দেবেন রালফ রাংনিক, ক্লাবের সঙ্গে তার চুক্তি ছিল এমনটাই। তাতে পরিবর্তন না এলেও একই সঙ্গে আরেকটি বড় দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। দুই বছরের জন্য অস্ট্রিয়া জাতীয় দলের কোচ করা হয়েছে এই জার্মান কোচকে।
সংবাদ সম্মেলনে শুক্রবার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রাংনিক।
উলে গুনার সুলশারকে ছাঁটাই করার পর গত নভেম্বরে মৌসুমের বাকি অংশের জন্য রাংনিককে কোচের দায়িত্ব দেয় ইউনাইটেড।
২০২১-২২ মৌসুমটা পার করে দুই বছর ক্লাবটির পরামর্শক হিসেবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ৬৩ বছর বয়সী রাংনিক।
সম্প্রতি ইউনাইটেড তাদের পরবর্তী কোচ হিসেবে এরিক টেন হাগের নাম ঘোষণা করেছে।
রাংনিক তার অস্ট্রিয়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি জানিয়েছেন, ইউনাইটেডের পরামর্শকের কাজও চালিয়ে যাবেন।
"আমি (চলতি) মৌসুম শেষে অস্ট্রিয়ার জাতীয় দলের কোচের দায়িত্ব নেব, তবে ম্যানচেস্টার ইউনাইটেডের পরামর্শক হিসেবেও কাজ চালিয়ে যাব। আমি ইউনাইটেডকে সত্যিকারের শক্তিতে পরিণত করার পথে ভূমিকা রাখতে উন্মুখ হয়ে আছি।”
কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর অস্ট্রিয়ার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান কোচ ফ্রাঙ্কো ফোদা। এরপর থেকে কোচহীন আছে দলটি।
অস্ট্রিয়ার কোচ হিসেবে রাংনিকের যাত্রা শুরু হবে আগামী জুনে শুরু হতে যাওয়া নেশন্স লিগ দিয়ে। ‘এ’ লিগের গ্রুপ-১-এ তাদের সঙ্গী ক্রোয়েশিয়া, ডেনমার্ক ও ফ্রান্স।
-
অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
-
ইতিহাস গড়লেন আনচেলত্তি
-
ছন্দে ফিরতে পগবাকে ইউনাইটেড ছাড়তে বললেন দেশম
-
মার্সেলোর ক্যারিয়ার আমার চেয়েও ভালো: কার্লোস
-
ইন্দোনেশিয়ায় প্রথম সেশনে রক্ষণে মনোযোগী কাবরেরা
-
সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকসে বাংলাদেশের কাদেরের রুপা
-
জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের টানা পাঁচ
-
‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে