লিভারপুল সমর্থকদেরকে রোনালদোর ধন্যবাদ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2022 08:40 PM BdST Updated: 21 Apr 2022 08:45 PM BdST
সদ্যোজাত সন্তান হারানো ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতি লিভারপুল সমর্থকদের শ্রদ্ধা ও সমবেদনা জানানোর বিষয়টি ছুঁয়ে গেছে পর্তুগিজ তারকাকে। অ্যানফিল্ডের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড।
রোনালদো ও তার জীবনসঙ্গীনী জর্জিনা রদ্রিগেস গত বছরের অক্টোবরে জানিয়েছিলেন, যমজ সন্তানের পৃথিবীতে আসার অপেক্ষায় আছেন তারা। সোমবার তারা জানান, তাদের সদ্যোজাত যমজ সন্তানের মধ্যে ছেলে শিশুটি মারা গেছে।
স্বাভাবিকভাবেই পরদিন প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে ছিলেন না রোনালদো। তবে ম্যাচের সপ্তম মিনিটে ‘সিআর-সেভেন’ এর প্রতি সমর্থন জানাতে দুই দলের সমর্থকরা একসঙ্গে টানা এক মিনিট দাঁড়িয়ে করতালি দেন।
লিভারপুল সমর্থকরা এই সময় সুর মিলিয়ে গেয়ে ওঠেন তাদের বিখ্যাত ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন।’ দুই দলের খেলোয়াড়রা মাঠে নামে কালো আর্মব্যান্ড পরে।
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ দুই দলের সমর্থকদের সম্প্রীতির এই দৃষ্টান্ত স্থাপনকে ‘মোমেন্ট অব দা গেম’ বলে উল্লেখ করেন।
রোনালদো বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোষ্টে লিভারপুল সমর্থকদের ধন্যবাদ জানান।
“এক বিশ্ব… এক খেলা… এক বিশ্ব পরিবার…। ধন্যবাদ অ্যানফিল্ড। এই শ্রদ্ধা ও সমবেদনা জানানোর মুহূর্তটি আমি এবং আমার পরিবার কখনোই ভুলব না।”
ম্যাচটি অবশ্য ইউনাইটেড হেরে যায় ৪-০ গোলে। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে দলটি।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
টিভিতে আজ
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল