তুরস্কের আর্চারিতে র‌্যাঙ্কিং রাউন্ডে সাদামাটা রোমান

আর্চারি বিশ্বকাপে (স্টেজ-১) পুরুষ রিকার্ভের র‌্যাঙ্কিং রাউন্ডে প্রত্যাশিত আলো ছড়াতে পারেননি রোমান সানা। স্বদেশি আর্চারদের মধ্যে সবার পেছনে থেকে বাছাই শেষ করেছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2022, 04:00 PM
Updated : 20 April 2022, 04:00 PM

তুরস্কের আন্তালায় বুধবার কোয়ালিফিকেশন রাউন্ডে ৬২৭ স্কোর গড়ে ১১০ আর্চারের মধ্যে ৮৬তম হন রোমান। তার দুই সতীর্থের মধ্যে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৪৮ স্কোর নিয়ে ৫৯তম এবং সাগর ইসলাম ৬৫৭ স্কোর নিয়ে ২৯তম হয়েছেন। ৬৭৪ স্কোর নিয়ে এ রাউন্ডে সেরা হয়েছেন চাইনিজ- তাইপের তাং চিহ-চুন।

মেয়েদের রিকার্ভ এককে ৬২৮ স্কোর গড়ে ৪০তম হয়েছেন দিয়া সিদ্দিকী। বাংলাদেশের বাকি দুই প্রতিযোগী ফামিদা সুলতানা নিশা ৬২০ স্কোর নিয়ে ৫২তম ও নাসরিন আক্তার ৬১১ স্কোর গড়ে ৬৪তম হয়েছেন। এ বিভাগে র‌্যাঙ্কিং রাউন্ডে সেরা হয়েছেন চাইনিজ-তাইপের পেং চিয়া-মাও।

গত মার্চে থাইল্যান্ডে হওয়া এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) রোমান, দিয়া ও নাসরিনরা পেয়েছিলেন মুঠোভরে। রিকার্ভ মিশ্র, মেয়েদের দলগত রিকার্ভ ও মেয়েদের রিকার্ভ একক-এই তিন ইভেন্টে সোনা জিতেছিল বাংলাদেশ। তিন ইভেন্টেই ছিলেন নাসরিন।

এই তিন জনকে ঘিরেই এবার প্রত্যাশা বেশি। কিন্তু র‌্যাঙ্কিং রাউন্ডের সাদামাটা পারফরম্যান্সে শঙ্কা বাড়িয়েছেন তিন জনই।

পুরুষ দলগত রিকার্ভের সেরা আটে ওঠার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। মেয়েদের বিভাগে বাই পেয়ে সেরা আটে উঠেছে বাংলাদেশ। সেরা চারে ওঠার লড়াইয়ে দিয়া-নাসরিন-নিশাদের প্রতিপক্ষ ইতালি।