রোনালদোর সমর্থনে করতালি ‘মোমেন্ট অব দা গেম’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2022 04:56 PM BdST Updated: 20 Apr 2022 04:56 PM BdST
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দল পেয়েছে দারুণ এক জয়। তবে ফলাফল ছাপিয়ে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের কাছে বিশেষ হয়ে উঠেছে দুই দলের সমর্থকদের সম্প্রীতির এক মুহূর্ত। সন্তানহারা ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতি সমবেদনা জানাতে ম্যাচের শুরুর দিকে একটা সময় উঠে দাঁড়ায় যেন পুরো অ্যানফিল্ড।
বাংলাদেশ সময় গত সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্যোজাত যমজ সন্তানের মধ্যে ছেলেকে হারানোর দুঃসংবাদ জানান রোনালদো। স্বাভাবিকভাবেই লিভারপুলের বিপক্ষে ম্যাচে ছিলেন না তিনি।
‘সিআর সেভেন’-এর প্রতি সমর্থন জানাতে মঙ্গলবারের ম্যাচটির সপ্তম মিনিটে ইউনাইটেড ও লিভারপুল সমর্থকরা দাঁড়িয়ে করতালি দেন। লিভারপুলের ভক্তরা সুর মিলিয়ে তখন গাইছিলেন তাদের বিখ্যাত ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ গানটি।
দুই দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিল।
প্রিমিয়ার লিগের একপেশে ম্যাচটিতে ইউনাইটেডকে ৪-০ গোলে গুঁড়িয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে লিভারপুল।
শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে স্বাভাবিকভাবেই আনন্দের শেষ নেই ক্লপের। তবে সবকিছুর চেয়ে ক্লপের চোখে বড় হয়ে উঠছে দুই দলের সমর্থকদের একসঙ্গে মিলে রোনালদোর প্রতি সমর্থন জানানোর ঘটনাটি।
“আমি নিশ্চিত, (ম্যাচের সেরা মুহূর্ত) এ বিষয়ে যে কাউকে জিজ্ঞাসা করা হলে একই উত্তর পাওয়া যাবে, আমার সেরা মুহূর্তও ওটাই। যদিও এটি খুব গুরুত্বপূর্ণ ও দুর্দান্ত ফলাফল ছিল, তবে ম্যাচের সেরা সময় ছিল সপ্তম মিনিটে।”
“পুরো স্টেডিয়াম একসঙ্গে ফুটবলের উঁচু মান ফুটিয়ে তুলেছে। এমন একটি মুহূর্তে…যে সময়টায় প্রমাণ হয়েছে জীবনে অনেক কিছুই ফুটবলের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা ক্রিস্তিয়ানো ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
ঘরের মাঠের দাপুটে এই জয়ে ৩২ ম্যাচে ২৩ জয় ও সাত ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৭৬।
এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৪। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড।
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
টিভিতে আজ
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে