Published : 17 Apr 2022, 04:55 PM
লা লিগায় শনিবার গেতাফের মাঠে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন মরেনো। প্রথমার্ধে দলের প্রথম গোল আসে এই স্ট্রাইকারের পা থেকেই।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালের পারফরম্যান্স অনেকের কাছেই চমক জাগানিয়া। বিশেষ করে নকআউট পর্বে।
গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠে শেষ ষোলোয় তারা বিদায় করে দেয় সেরি আর রেকর্ড চ্যাম্পিয়ন ইউভেন্তুসকে। কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে ঘরের মাঠে ১-১ ড্র করার পর তুরিনের ক্লাবটির মাঠে গিয়ে তাদেরকে ৩-০ গোলে গুঁড়িয়ে দেয় ভিয়ারিয়াল। সেই ম্যাচে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটি করেছিলেন মরেনো।
এরপর আরও বড় অঘটনের জন্ম দেয় তারা। শেষ আটের প্রথম লেগে নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে দেয় ভিয়ারিয়াল। আর ফিরতি পর্বে ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নদের মাঠে ১-১ ড্র করে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় স্প্যানিশ দলটি নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পা রাখে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে।
আগামী ২৭ এপ্রিল সেমি-ফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে খেলবে ভিয়ারিয়াল। তার আগে এ সপ্তাহেই লা লিগায় রয়েছে ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ। আগামী মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের অবস্থান ধরে রাখার লড়াইয়ে এই লিগ ম্যাচের ফল হতে পারে অর্থবহ।
মহাগুরুত্বপূর্ণ সূচির আগে মরেনোকে হারানো তাই দলটির জন্য বড় ধাক্কা। তাইতো, গেতাফের বিপক্ষে জয়ে খুশি এলেও দুর্ভাবনা পিছু ছাড়ছে না এমেরিকে। ম্যাচের পর মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে সেজন্য হতাশাও লুকাননি ভিয়ারিয়াল কোচ।
“মরেনো পেশিতে চোট পেয়েছে। সেটা কতটা গুরুতর, এখন দেখতে হবে। আমাদের ধৈর্য্যের সঙ্গে তাকে সারিয়ে তোলার চেষ্টা করতে হবে, যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। বারবার পেশির চোট হতাশাজনক। আজ রাতে (শনিবার) আমাদের জন্য এটা (মরেনোর চোট) খুবই নেতিবাচক দিক।”