লিভারপুল সতীর্থদের মধ্যে জেরার্ডের সেরা সুয়ারেস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2022 12:31 AM BdST Updated: 16 Apr 2022 12:37 AM BdST
-
লিভারপুলে যখন সতীর্থ ছিলেন স্টিভেন জেরার্ড ও লুইস সুয়ারেস
লা লিগার ইতিহাসে নিশ্চিতভাবেই সেরা ফরোয়ার্ডদের তালিকায় থাকবেন লুইস সুয়ারেস। ছয় বছর বার্সেলোনায় কাটিয়ে এখন আতলেতিকো মাদ্রিদে খেলছেন উরুগুয়ের এই তারকা। স্পেনে যাওয়ার আগে তিনি ইংলিশ ক্লাব লিভারপুলে খেলেন তিন বছর। তার সেই সময়ের ক্লাব সতীর্থ স্টিভেন জেরার্ডের বিশ্বাস, প্রিমিয়ার লিগেও সেরাদের কাতারে থাকবেন সুয়ারেস।
লিভারপুরের সাবেক অধিনায়ক ও বর্তমানে অ্যাস্টন ভিলা কোচ জেরার্ড বৃহস্পতিবার গ্যারি নেভিলের ইউটিউভ চ্যানেল ‘দা ওভারল্যাপ’-এ নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন।
জেরার্ড ইংল্যান্ড দলে নিজের সাবেক সতীর্থের সঙ্গে আলাপকালে লিভারপুলের সেরার তালিকায় স্প্যানিশ তারকা ফের্নান্দো তরেসের কথাও উল্লেখ করেন। তবে দুজনের মধ্যে সেরা বাছতে বললে সুয়ারেসকেই বেছে নেন ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় লিভারপুলে কাটিয়ে দেওয়া জেরার্ড।
“আমি সুয়ারেসের কথাই বলব, কারণ তার মধ্যে সবকিছু ছিল…”
১৯৯৮ থেকে ২০১৫ পর্যন্ত লিভারপুলে কাটান জেরার্ড। এই সময়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলেন, শিরোপা জেতেন একটিতে। সুয়ারেস ২০১১ সালে লিভারপুলে যোগ দিয়ে ২০১৪ সালের জুলাই পর্যন্ত ছিলেন।
এই সময়ে যদিও সুয়ারেসের সঙ্গে মিলে শুধু লিগ কাপ জিতেছিলেন জেরার্ড। তবে ইংলিশ তারকা যাদের সঙ্গে লিভারপুলে একসঙ্গে খেলেছেন, তাদের মধ্যে সুয়ারেসকেই সেরা বলে মানেন।
“আমি কিছু সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। শাভি আলোনসো, হাভিয়ের মাসচেরানো, তরেস, কিন্তু সুয়ারেস ছিল অন্যরকম। কার বিপক্ষে খেলা তা কোনো ব্যাপার নয়, শুধু এই অনুভূতিটা ছিল যে, সে জিতিয়ে দেবে, সব ম্যাচই জিতিয়ে দেবে।”
লিভারপুলে সাড়ে তিন মৌসুম কাটানো সময়ে সুয়ারেস নিজেকে বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে প্রতিষ্ঠা করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১৩৩ ম্যাচে গোল করেন ৮২টি।
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
টিভিতে আজ
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে