রিয়াল মিশনের আগে চেলসির ৬ গোলের উৎসব

আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরে গত সপ্তাহটা চেলসির কাটে ভীষণ হতাশায়। সামনে আবার রিয়াল মাদ্রিদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ। অগ্নিপরীক্ষায় নামার আগে তারা জয়ে ফিরল দোর্দণ্ড প্রতাপে। লিগ ম্যাচে সাউথ্যাম্পটনকে গোল বন্যায় ভাসাল টমাস টুখেলের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2022, 05:12 PM
Updated : 9 April 2022, 05:12 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে চেলসি। প্রথমার্ধে চার গোলের পর দ্বিতীয়ার্ধে করেছে বাকি দুটি।

দুবার করে জালের দেখা পান ম্যাসন মাউন্ট ও টিমো ভেরনার, একবার করে কাই হাভার্টজ ও মার্কোস আলোনসো।

গত শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে লিগ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১০ মিনিটে তিন গোল খেয়ে ৪-১ ব্যবধানে হেরেছিল চেলসি। ঘরের মাঠে পাঁচ মাসে প্রথম এবং ৮৩ বছরের মধ্যে দলটির বিপক্ষে যা তাদের প্রথম হার।

সেই ধাক্কা কাটিয়ে উঠবে কী, বরং তিন দিন পর একই মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রিয়ালের বিপক্ষে ৩-১ গোলে হারের বিষাদ সঙ্গী হয় গতবারের চ্যাম্পিয়নদের।

সুযোগ তৈরি করেও বারবার নষ্ট করার হতাশা তো ছিলই, এর চেয়েও বড় হয়ে উঠেছিল দুটি ম্যাচেই তাদের রক্ষণের দুর্বলতা। ৬ গোল দিয়ে এবং জাল অক্ষত রেখে আপাতত সেই দুর্ভাবনা কাটাল দলটি।

আগামী মঙ্গলবার মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ফিরতি লেগ। তার আগে সাউথ্যাম্পটনের বিপক্ষে এমন দাপুটে জয় নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়াবে মাউন্ট-ভেরনারদের।