এভারটনে ধরাশায়ী ম্যানচেস্টার ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Apr 2022 07:29 PM BdST Updated: 09 Apr 2022 08:08 PM BdST
ক্রিস্তিয়ানো রোনালদো থাকলেন ছায়া হয়ে। বাকিরাও পারলেন না গোল এনে দিতে। নিজেদের মাঠে দারুণ ফুটবল খেলা এভারটন প্রথমার্ধেই পেল জালের দেখা। বাকিটা সময় তা আগলে রেখে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।
প্রিমিয়ার লিগে শনিবার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে এভারটন। ২৭তম
মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন অ্যান্থনি গর্ডন।
আগের ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ১-১ ড্র করা ইউনাইটেড এবার হেরেই
গেল। ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে রালফ রাংনিকের দল। টানা দুই হারের
পর জয়ে ফেরা এভারটন ২৮ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে।
শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে ইউনাইটেড আধিপত্য করলেও
উজ্জীবিত ফুটবলের পসরা মেলে এভারটন। পোস্টের নিচে জর্ডান পিকফোর্ড ছিলেন বিশ্বস্ত
দেয়াল হয়ে।

তিন মিনিট পর আবারও ইউনাইটেডকে হতাশ করেন পিকফোর্ড। ব্রুনো ফের্নান্দেসের বাড়ানো বলে র্যাশফোর্ডের ফ্লিক আটকান তিনি।
শুরু থেকে হৈ-হুল্লোড়ে গ্যালারি মাতিয়ে রাখা এভারটন সমর্থকরা গোলের আনন্দে নেচে ওঠে ২৭তম মিনিটে। রিসার্লিশনের পাস অ্যালেক্স লৌবির পা হয়ে পেয়ে যান বক্সের উপরে থাকা অ্যান্থনি গর্ডন। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের বুলেট শট হ্যারি ম্যাগুইয়ারের গায়ে লেগে বেশ খানিকটা দিক পাল্টে দাভিদ দে হেয়াকে বিপরীত দিকে ছিটকে দিয়ে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাগুইয়ারের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। একটু পর র্যাশফোর্ডের শট ব্লক হয় রক্ষণে। ৮১তম মিনিটে রোনালদোর বাড়ানো বলে পল পগবার শট ফেরান পিকফোর্ড। এরপরই রিসার্লিশনের শট ফিস্ট করে ব্যবধান দ্বিগুণ হতে দেননি দে হেয়া।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইউনাইটেড ও রোনালদোর হতাশা আরও বাড়ান পিকফোর্ড। ম্যাগুইয়ারের হেড পাসে পর্তুগিজ তারকার ডান পায়ের শট আটকে এভারটনকে জয়ের পথে রাখেন পিকফোর্ড।
ট্যাগ :
আরও পড়ুন
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- পিএসজির নতুন কোচ গালতিয়ে