চেলসির বিপক্ষে রিয়ালের ডাগআউটে ফিরছেন আনচেলত্তি

চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে প্রথম লেগের ডাগআউটে কোচকে পাওয়ার তেমন কোনো সম্ভাবনা ছিল না রিয়াল মাদ্রিদের। তবে শেষ মুহূর্তে কোভিড নেগেটিভ হওয়ায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2022, 11:20 AM
Updated : 6 April 2022, 11:20 AM

চেলসির মাঠে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় লড়াইয়ে নামবে দল দুটি। হাইভোল্টেজ ম্যাচটি খেলার লক্ষ্যে মঙ্গলবার লন্ডনে পৌঁছেছে রিয়াল। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি আনচেলত্তি।

এরপর বুধবার ক্লাবের এক বিবৃতিতে কোচের করোনাভাইরাস থেকে সেরে ওঠার খবর দেওয়া হয়। জানানো হয়, ম্যাচের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

গত ৩০ মার্চ করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে রিয়ালের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে ডাগআউটে ছিলেন না আনচেলত্তি।

চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা গত আসরের সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল চেলসির কাছে হেরে।

দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় চেলসি পা রেখেছিল ফাইনালে। পরে শিরোপাও জিতে নেয় টমাস টুখেলের দল। যদিও তখন আনচেলত্তি রিয়ালের কোচ ছিলেন না। তবে নিশ্চিতভাবেই এবার সেই হারের প্রতিশোধ নিতে চাইবে রিয়াল।