রেফারিকে অসম্মান করায় নিষিদ্ধ ইউভেন্তুসের দে শিলিও
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2022 11:15 PM BdST Updated: 05 Apr 2022 11:15 PM BdST
রেফারিকে উদ্দেশ্য করে অসম্মানজনক ভাষা ব্যবহার করায় শাস্তি পেয়েছেন ইউভেন্তুসের ডিফেন্ডার মাত্তিয়া দে শিলিও। তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
২৯ বছর বয়সী এই ফুটবলারকে শাস্তি দেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) ক্রীড়া বিচারক। নিষেধাজ্ঞার পাশাপাশি পাঁচ হাজার ইউরো জরিমানাও করা হয় তাকে।
আগামী শনিবার লিগে কাইয়ারির বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
গত রোববার সেরি আয় ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন দে শিলিও।
ওই ম্যাচে হাকান কালহানোগ্লুর একমাত্র গোলে জয় পায় ইন্টার। তার গোলটি এসেছিল পেনাল্টি থেকে, যা ছিল বেশ ঘটনাবহুল।
৪৩তম মিনিটে ডেনজেল ডামফ্রিস ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইন্টার। তবে এর প্রবল প্রতিবাদ জানায় ইউভেন্তুস।
প্রথম দফায় কালহানোগ্লুর স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। ফিরতি বল জটলার মধ্যে দুই দলের কাড়াকাড়ির পর ইউভেন্তুস মিডফিল্ডার আদ্রিওঁ রাবিওর বুটে লেগে জালে জড়ায়। যদিও ফ্রি কিকের বাঁশি বাজান রেফারি।
ইউভেন্তুস হাফ ছেড়ে নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আবারও দৃশ্যপটে ভিএআর। স্পট কিক নেওয়ার আগে খেলোয়াড়রা বক্সে ঢুকে পড়ায় বাতিল হয় প্রথম স্পট কিক। দ্বিতীয়বারে আর কোনো ভুল করেননি তুরস্কের মিডফিল্ডার কালহানোগ্লু।
দ্বিতীয়ার্ধে গোলের বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করা ইউভেন্তুসের পেনাল্টির একটি আবেদন নাকচ করে দেন রেফারি।
ম্যাচ শেষে টানেলে রেফারিকে উদ্দেশ্য করে অসম্মানজনক ভাষা ব্যবহার করেন দে শিলিও।
ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারির সমালোচনা করে মিডফিল্ডার রাবিও লেখেন, “১১ জন নিয়ে ১২ জনের বিপক্ষে খেলা কঠিন।”
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের