চার শিরোপা জিততে লিভারপুলের কাছে যা চান কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2022 11:41 PM BdST Updated: 04 Apr 2022 11:41 PM BdST
দারুণ ছন্দে থাকা লিভারপুল প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়ছে সমানে সমানে। এরই মধ্যে জিতে নিয়েছে লিগ কাপ। অন্য প্রতিযোগিতাগুলোতেও আছে ভালো অবস্থানে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল ও এফএ কাপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে আগেই। মার্সিসাইড ক্লাবটির সামনে এবার ‘কোয়াড্রপল’ জয়ের হাতছানি। ইতিহাস গড়ার এই অভিযানে সফল হতে খেলোয়াড়দের উদ্দেশ্যে কোচ ইয়ুর্গেন ক্লপ বললেন, কেবল মাঠে পরিণত ফুটবলার হয়ে উঠলেই হবে না, খেলায় যোগ করতে হবে আরও অনেক কিছু।
বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল খেলতে পর্তুগালের উদ্দেশে রওনা দেওয়ার আগে সোমবার সংবাদমাধ্যমে দলের উদ্দেশ্যে তাদের করণীয় জানান ক্লপ।
প্রিমিয়ার লিগে শনিবার ওয়াটফোর্ডের বিপক্ষে জয় পেলেও বেশ ঘাম ঝরেছে লিভারপুলের। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলে জিতলেও ঘরের মাঠ অ্যানফিল্ডে লড়াই করে জেতে ২-০ ব্যবধানে। ক্লপ অবশ্য শিষ্যদের এই লড়াকু মানসিকতায় দারুণ খুশি। সামনে সেটারই ধারাবাহিকতা চান তিনি।
“সবাইকে মানসিকভাবে আরও পরিপক্ক হতে হবে, তবে লক্ষ্য অর্জনে খেলোয়াড়রা যথেষ্ট পরিণত কি-না, সেটা একমাত্র বিষয় নয়। এটি খুব বেশি সাহায্যও করে না কিন্তু খেলোয়াড়রা যদি তাদের মান, সফল হওয়ার তাড়না, রোমাঞ্চ এবং পরিপক্কতার সমন্বয় ঘটাতে পারে…এগুলো এমনি এমনি পাওয়া যায় না।’’
‘‘আমরা আগেও এমন অনেক ম্যাচ খেলেছি, যেখানে ১-০ গোলে এগিয়ে থাকার পরও পাগলের মতো দৌড়েছি, যেন এগিয়ে নেই। আমি চাই, আমার খেলোয়াড়রা সঠিকভাবে চিন্তা করুক এবং শনিবার আমি সেটাই দেখেছি।’’

‘‘আমরা সবাই জানি একটা ব্যর্থতা, একটা ছোট্ট ভুল এবং তাতে একটা প্রতিযোগিতা (শিরোপা) হাতছাড়া হযে যেতে পারে। সেটা আমাদের জন্য কোনো সমস্যা নয়, আমরা কেবল পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’’
এ মাসে একের পর পর এক বড় পরীক্ষার মখোমুখি হবে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগ খেলে ফিরে রোববার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা। ক্লপ বললেন, এজন্য দলকে তৈরি করতে খুব বেশি সমস্যা হয়নি তার। বরং উপভোগই করেছেন।
‘বিষয়টি আসলে দারুণ, আমরা বেশ উপভোগ করছি। অনুশীলন সেশনগুলো ছোট। আজ সকালে আমরা যে মিটিং করেছি, তা অনুশীলন সেশনের চেয়ে ছোট ছিল। আমরা এখন যে অবস্থায় আছি, সেই স্বপ্নই আমরা দেখতাম।’’
‘‘আমি তুলনামূলক ভালো খেলার কথা ভাবি না। আমি আমার দলকে শীর্ষে রাখার চিন্তা করি। সব ম্যাচে এটাই পরিকল্পনা থাকে…বেনফিকা তাদের লিগে হয়তো সেই অবস্থানে নেই যেমনটা তারা চায়, তবে তারা খুব কঠিন প্রতিপক্ষ।’’
পর্তুগালের শীর্ষ লিগের রেকর্ড চ্যাম্পিয়ন বেনফিকা সবশেষ এর শিরোপা জিতেছে ২০১৮-১৯ মৌসুমে। এবারও তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রায় শেষই বলা যায়। শীর্ষে থাকা পোর্তোর চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তিনে আছে দলটি।
বেনফিকার বিপক্ষে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে লিভারপুল। ম্যাচটির জন্য পূর্ণশক্তির দলই পাচ্ছেন ক্লপ। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ফিরছেন হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে। নাবি কেইতা সেরে উঠেছেন হাঁটুর সমস্যা থেকে।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
টিভি সূচি (বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২)
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার