ক্যান্সারে আক্রান্ত ফন খাল

খেলায় নেতিবাচক প্রভাব পড়তে পারে, তাই খেলোয়াড়দের জানতে দেননি কিছুই। দিনে ফুটবলারদের অনুশীলন করিয়ে, রাতে গেছেন হাসপাতালে। সবশেষ আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষে নেদারল‍্যান্ডসের কোচ লুইস ফন খাল জানালেন, প্রোস্টেট ক‍্যান্সারে আক্রান্ত তিনি। চিকিৎসা নিচ্ছেন অনেক দিন ধরে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2022, 02:37 PM
Updated : 4 April 2022, 02:53 PM

ক্লাব ফুটবলে দারুণ সব সাফল‍্য পাওয়া ৭০ বছর বয়সী এই কোচ রোববার ডাচ টিভি অনুষ্ঠান হামবের্টোয় জানান এ কথা।

‘‘আমি খবরটি আমার খেলোয়াড়দের বলতে চাইনি। কারণ এটা তাদের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারত।’’

ফন খাল তৃতীয় মেয়াদে নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন। ২০১৪ বিশ্বকাপে তার কোচিংয়ে দলটি তৃতীয় হয়েছিল। পরের আসরে জায়গা পায়নি মূল পর্বে। অভিজ্ঞ কোচের হাত ধরে ফের বিশ্ব মঞ্চে ফিরেছে দলটি। ইউরোপীয় অঞ্চলে ‘জি’ গ্রুপের সেরা হিসেবে জায়গায় পেয়েছে কাতার বিশ্বকাপে।

এক দিকে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দলকে নিয়ে যাওয়ার লড়াই, আরেক দিকে বেঁচে থাকার সংগ্রাম। খুব কঠিন সময় কেটেছে ফন খালের।   

‘‘জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্বে থাকাকালীন সময়ে আমাকে রাতে হাসপাতালে যেতে হয়েছে, খেলোয়াড়দের তা জানতে দেইনি। ভাবছিলাম সুস্থই আছি, কিন্তু… আসলে নেই।’’

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউট সামলান ফন খাল। জোসে মরিনিয়োর জায়গায় এসে ওল্ড ট্রাফোর্ডের দলটিকে উপহার দেন এফএ কাপ শিরোপা।

কোচিং ক্যারিয়ারে দারুণ সফল ফন খাল। তার হাত ধরে বার্সেলোনা দুটি লা লিগা, বায়ার্ন মিউনিখ একটি বুন্ডেসলিগা, আয়াক্স তিনটি লিগ শিরোপা জেতে। এজেড আলকামারের হয়েও ডাচ লিগ শিরোপা জেতার অভিজ্ঞতা আছে তার।

তার কোচিংয়েই ১৯৯৪-৯৫ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল আয়াক্স। ক্লাবগুলোর হয়ে আরও অনেক শিরোপার স্বাদ পেয়েছেন ফন খাল।

তার স্ত্রী ফের্নান্ডা ওবেস ক্যান্সারে ভুগে মারা যান। স্ত্রীকে হারানোর পরের বছর আয়াক্সের হয়ে ওই ইউরোপ সেরার স্বাদ পান ফন খাল। নিজের জীবন নিয়ে নতুন এক ফিল্মের প্রচার উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে ফন খাল এসব ঘাত-প্রতিঘাত নিয়ে বলেন, এগুলো জীবনেরই অংশ।

‘‘নানা অসুস্থতায় জীবনে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল, আমার স্ত্রীসহ। এই সব কঠিন অভিজ্ঞতার কারণে মানুষ হিসেবে হয়তো আমি আরও পরিণত হয়েছি।’’

আগামী নভেম্বরে কাতারে হতে যাওয়া বিশ্বকাপে নেদারল্যান্ডসের দায়িত্বে ফন খালেরই থাকার কথা। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ সেনেগাল, একুয়েডর ও স্বাগতিক কাতার।

গত মাসে উপসাগরীয় দেশ কাতারে বিশ্বকাপ আয়োজনকে হাস্যকর বলে উল্লেখ করেছিলেন ফন খাল। শুধু মাত্র ‘অর্থ এবং বানিজ্যিক স্বার্থে’ বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।