বিতর্কিত গোলে ইউভেন্তুসের অজেয় যাত্রা থামাল ইন্টার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2022 03:47 AM BdST Updated: 04 Apr 2022 04:27 PM BdST
ম্যাচ জুড়ে আধিপত্য করল ইউভেন্তুস। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখল প্রতিপক্ষের রক্ষণকে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা আর পেল না তারা। উল্টো বিতর্কিত এক পেনাল্টি পেয়ে জয় তুলে নিল ইন্টার মিলান।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে সেরি আর ম্যাচে খেলার ধারার বিপরীতে হাকান কালহানোগ্লুর একমাত্র গোলে জিতেছে ইন্টার।
পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকা ইউভেন্তুস গোলের উদ্দেশে ২২টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ইন্টারের পাঁচ শটের একটিই মাত্র লক্ষ্যে থাকে এবং সেটিতেই সফল তারা।
ম্যাচের শুরু থেকে শিরোপাধারীদের ওপর প্রবল চাপ বাড়ানো ইউভেন্তুস প্রথম ৩০ মিনিটে গোলের উদ্দেশে ১১টি শট নেয়, যার তিনটি ছিল লক্ষ্যে। এসময় ঘর সামলাতে ব্যস্ত ইন্টার শট নিতে পারে কেবল একটি।
দুর্ভাগ্য বাঁধ না সাধলে নবম মিনিটে এগিযে যেতে পারতো স্বাগতিকরা। হুয়ান কুয়াদরাদোর ক্রস কোনোমতে ফিস্ট করে ফেরান গোলররক্ষক, কিন্তু বল ক্লিয়ার করতে পারেননি। জটলার মধ্যে জর্জো কিয়েল্লিনির প্রচেষ্টা ক্রসবারে লাগলে বেঁচে যায় ইন্টার।

খেলার ধারার বিপরীতে বিরতির আগে ঘটনাবহুল এক পেনাল্টিতে এগিয়ে যায় ইন্টার। ৪৩তম মিনিটে ডেনজেল ডামফ্রিস ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। তবে এর প্রবল প্রতিবাদ জানায় ইউভেন্তুস।
কালহানোগ্লুর স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। ফিরতি বল জটলার মধ্যে দুই দলের কাড়াকাড়ির পর ইউভেন্তুস মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও বুটে লেগে জালে জড়ায়। যদিও ফ্রি কিকের বাঁশি বাজান রেফারি।
ইউভেন্তুস হাফ ছাড়ার নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আবারও দৃশ্যপটে ভিএআর। স্পট কিক নেওয়ার আগে ইউভেন্তুসের খেলোয়াড়রা বক্সে ঢুকে পড়ায় বাতিল হয় প্রথম স্পট কিক। দ্বিতীয়বারে আর কোনো ভুল করেননি তুরস্কের মিডফিল্ডার কালহানোগ্লু।

অসংখ্য সুযোগ নষ্ট করে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার পর হারের হতাশায় মাঠ ছাড়ে সেরি আর সফলতম দলটি।
ইন্টারের ভীষণ কষ্টে পাওয়া এই জয়ে শিরোপা লড়াই আরও জমে উঠেছে। শীর্ষে থাকা এসি মিলানের সঙ্গে এখন তাদের ব্যবধান মাত্র ৩ পয়েন্টের।
৩০ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে এসি মিলানের পয়েন্ট ৬৬। ৩১ ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নাপোলি।
মিলানের সমান ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট ইন্টারে। খুব বেশি পিছিয়ে নেই ইউভেন্তুসও। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯।
গত নভেম্বর থেকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে কেবল দুটি দল অপরাজিত ছিল। আরেক অপরাজিত দল লা লিগার সেভিয়া। প্রায় একই সময়ে শুরু হওয়া স্পেনের শীর্ষ লিগের ম্যাচে হেরে গেছে তারাও।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল