সেভিয়ার বিপক্ষে ম্যাচ বার্সার জন্য ফাইনাল: শাভি

মৌসুমের শুরুর দিকে দুই দলের মাঝে ব্যবধান ছিল অনেক। এরপর শাভি এরনান্দেসের হাত ধরে বদলে যাওয়া বার্সেলোনা এখন লা লিগার পয়েন্ট টেবিলে সেভিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। দুই দলের আসছে মুখোমুখি লড়াইটি তাতে পেয়েছে ভিন্ন মাত্রা। কাতালান দলটির কোচের কাছে ম্যাচটির গুরুত্ব ফাইনালের মতোই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2022, 08:59 PM
Updated : 2 April 2022, 09:07 PM

বাংলাদেশ সময় রোববার রাত ১টায় কাম্প নউয়ে শুরু হবে বার্সেলোনা-সেভিয়া ম্যাচটি।

আন্তর্জাতিক বিরতির আগে ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেওয়া বার্সেলোনা লিগে আছে দারুণ ছন্দে। টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে শাভির দল।

২৮ ম্যাচে ১৫ জয় ও ৯ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া।

হুলেন লোপেতেগির সেভিয়ার বিপক্ষে ম্যাচটি জিততে পারলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বার্সেলোনা উঠে আসবে দুইয়ে। গত ডিসেম্বরে প্রথম দেখায় ১-১ ড্র করেছিল দল দুটি। সাম্প্রতিক সময়ে নিজেদের দারুণ ফর্ম স্বত্ত্বেও প্রতিপক্ষকে সমীহের চোখেই দেখছেন শাভি।

“এটা আমাদের জন্য ফাইনাল। আমাদের দুইয়ে উঠে আসার সুযোগ রয়েছে এবং এটা আমাদের নিজেদের প্রমাণ করার সুযোগ।”

“ম্যাচটা আমাদের জন্য অগ্নিপরীক্ষা। সেভিয়া তাদের সেরা ছন্দে নেই, তবে তারা শক্তিশালী দল। তাদের এমন একজন কোচ আছেন যাকে আমি শ্রদ্ধা করি এবং তারা এমন একটি ক্লাব যারা নিজেদের কাজগুলো খুব ভালোভাবে করে। তাই তারা এখনকার জায়গায় আছে। আমরা ঘরের মাঠে খেলব এবং আমাদের সমর্থকদের প্রয়োজন হবে। আশা করি, মাঠে দুর্দান্ত আবহ থাকবে।”

কাম্প নউয়ে যেমন আবহ দেখতে চান শাভি, তা দেখা গিয়েছিল গত বুধবার মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগের ম্যাচে। সেদিন মাঠে দর্শক সংখ্যা ছিল ৯১ হাজার ৫৫৩! নারী ফুটবলে ক্লাব পর্যায়ে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও যা এক ম্যাচে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ড।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি লেগের ওই ম্যাচে ৫-২ গোলে জেতে বার্সেলোনা। প্রথম লেগে ৩-১ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে এগিয়ে থেকে সেমি-ফাইনালে ওঠে তারা।

ঘরের মাঠে নারী দলের অদম্য পারফরম্যান্স মুগ্ধ শাভি। শনিবারের সংবাদ সম্মেলনে মেয়েদের উচ্ছ্বসিত প্রশংসা করেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার।

“এই ফলাফল তাদের প্রাপ্য। আমি আশা করি, আগামীকালও (রোববার) এমন কিছুর পুনরাবৃত্তি হবে।”