তিন পেনাল্টির দুটি কাজে লাগিয়ে জিতল রিয়াল

তিন-তিনটি পেনাল্টি পেল রিয়াল মাদ্রিদ। সবগুলো শটই নিলেন করিম বেনজেমা। দুটি খুঁজে পেল ঠিকানা; একটি হলো মিস। ওই দুই গোলের সুবাদে উজ্জীবিত সেল্তা ভিগোকে হারাল কার্লো আনচেলত্তির দল। লা লিগায় আগের রাউন্ডে ক্লাসিকোয় হারের ক্ষতেও দিল কিছুটা প্রলেপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2022, 06:41 PM
Updated : 2 April 2022, 07:08 PM

শনিবার রাতে সেল্তার মাঠ থেকে ২-১ গোলে জয় নিয়ে ফিরেছে রিয়াল। স্বস্তির জয়ে শীর্ষস্থান আরেকটু শক্ত করেছে তারা। ৩০ ম্যাচে ২১ জয় ও ছয় ড্রয়ে ৬৯ পয়েন্ট স্পেনের সফলতম দলটির।

এক ম্যাচ কম খেলা সেভিয়া ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আন্তর্জাতিক বিরতির আগে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে সবশেষ লিগ ম্যাচে বিধ্বস্ত হওয়ার ধ্বংসস্তুপ থেকে উঠে আসার তাড়া ছিল রিয়ালের। কিন্তু ঘরের মাঠে শুরু থেকে তাদের সঙ্গে টেক্কা দিতে থাকে লিগ টেবিলে মাঝামাঝি থাকা সেল্তা।

নবম মিনিটে বেনজেমার হেড পোস্টের বাইরে যায়। এর পাঁচ মিনিট পর সেল্তার দেনিস সুয়ারেসের বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট আটকান থিবো কোর্তোয়া।

সপ্তদশ মিনিটে কাসেমিরোর পাস ধরে ভিনিসিউস জুনিয়রের শট ফেরান মাতিয়াস দিতুরো। কিন্তু দুই মিনিট পর বেনজেমার স্পট কিক আটকাতে পারেননি সেল্তা গোলরক্ষক। এদের মিলিতাওকে বক্সে নোলিতো কড়া ট্যাকলে ফেলে দিলে পেনাল্টি পেয়েছিল রিয়াল।

২৩তম মিনিটে থিবো কোর্তোয়ার দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি সেল্তার। আসপাসের বাঁকানো ফ্রি কিক ঝাঁপিয়ে ফেরান বেলজিয়ান গোলরক্ষক।

৩৭তম মিনিটে সতীর্থের ক্রসে থিয়াগো গালহার্দোর হেড পোস্টে লেগে শুরুতে প্রতিহত হলেও শেষ পর্যন্ত বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। গোল উদযাপনে জার্সি খুলে গালহার্দো কার্ড দেখেন। শেষ পর্যন্ত যদিও গোল হয়নি। ভিএআরে বাজে অফসাইডের বাঁশি, উবে যায় সেল্তার সমতায় ফেরার স্বস্তি।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সমতায় ফেরার বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে সেল্তার গ্যালারি। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো পাস ধরে হাভি গালান ক্রস বাড়ান বক্সে। ফাঁকায় থাকা নোলিতো প্লেসিং শটে জাল খুঁজে নেন।

রিয়ালকে দারুণ চ্যালেঞ্জ জানানো সেল্তা এগিয়ে যেতে পারত ৫৫তম মিনিটে। কিন্তু গালানের ক্রসে গালহার্দোর পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

৬৩তম মিনিটে রদ্রিগোকে কলম্বিয়ার ডিফেন্ডার জেইসন মুরিজো ফাউল করলে আবারও পেনাল্টি পায় রিয়াল। এবার বেনজেমার শট নিজের ডান দিকে ঝাঁপিয়ে আটকান দিতুরো।

পাঁচ মিনিট পর আবারও পেনাল্টি পায় রিয়াল। এবার আর সুযোগ হাতছাড়া করেননি বেনজেমা। চলতি আসারে ফরাসি ফরোয়ার্ডের গোল হলো ২৪টি। আগে থেকেই গোলদাতার তালিকায় শীর্ষে থাকা বেনজেমা আরও সুসংহত করলেন নিজের অবস্থান।

এই পেনাল্টির সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। বক্সে কেভিন ভাসকেসের সঙ্গে বল দখলের লড়াইয়ে পড়ে যান ফেরলদ মঁদি। ভিডিও রিপ্লেতে দেখা যায় তেমন কোনো ফাউলের ঘটনা ঘটেনি। রেফারির সিদ্ধান্তের সময় ডাগআউটে অবিশ্বাসের হাসি হাসতে দেখা যায় সেল্তা ভিগোর কোচকেও। তিনি বারবার হাতের ইশারায় ভিএআরের সাহায্য নিতে বললেও রেফারি কর্ণপাত করেননি।

ম্যাচের বাকিটা সময় সেল্তা পারেনি ব্যবধান ঘোচাতে। তবে হারলেও তারা একটু স্বস্তি পেতে পারে প্রথম লেগের দিকে তাকালে। গত বছর সেপ্টেম্বরে রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে তারা উড়ে গিয়েছিল ৫-২ গোলে।