জাতীয় সাঁতারে নৌবাহিনী সেরা, বেশি রেকর্ড সেনাবাহিনীর জুয়েলের

জাতীয় সাঁতারে আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। গতবারের মতো এবারও দলগত সেরা হয়েছে তারা। এবারের আসরে সর্বোচ্চ তিনটি রেকর্ড গড়েছেন দলগত রানার্সআপ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2022, 07:40 PM
Updated : 1 April 2022, 07:40 PM

মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে হ্যান্ড টাইমিংয়ে হওয়া এই প্রতিযোগিতায় সাঁতার ও ডাইভিং মিলিয়ে মোট ১৯টি রেকর্ড হয়েছে। যার মধ্যে ১৬টি সাঁতার থেকে।

বাংলাদেশ নৌবাহিনী ৩৩টি সোনা, ২৫টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ নিয়ে পদকতালিকায় শীর্ষে থেকে আসর শেষ করেছে। গত আসরে ৩২টি সোনা জিতেছিল তারা। ৯টি সোনা, ১৩টি রুপা ও ১৭টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিকেএসপি ১টি সোনা, ৫ রৌপ্য ও ১০ টি ব্রোঞ্জ নিয়ে হয়েছে তৃতীয়।

তিনটি সোনাই জুয়েল জিতেছেন রেকর্ড গড়ে। ২০০ মিটার ব্যাকস্ট্রোক, ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ও ২০০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়েন তিনি। এছাড়া চারটি রুপা জিতে পেয়েছেন পুরুষ বিভাগের সেরা সাঁতারুর পুরস্কার।

মেয়েদের বিভাগে সোনিয়া খাতুন ও সোনিয়া আক্তার দুজনেই জিতেছেন পাঁচটি করে সোনা ও তিনটি করে রুপা। নৌবাহিনীর এই দুই সাঁতারু যৌথভাবে সেরা হয়েছেন নিজেদের বিভাগে।