আগুয়েরোর রেকর্ড ছুঁলেন কেইন

টটেনহ্যাম হটস্পারের হয়ে মার্চ মাসটা দুর্দান্ত কাটিয়েছেন হ্যারি কেইন। তারই পুরস্কার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংলিশ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2022, 01:16 PM
Updated : 1 April 2022, 01:16 PM

প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে শুক্রবার কেইনের সেরা হওয়ার খবরটি জানানো হয়। মার্চ মাসে লিগে মোট চার গোল করেন তিনি।

ক্যারিয়ারে এই নিয়ে সপ্তমবারের মতো প্রিমিয়ার লিগে মাস সেরা খেলোয়াড় হলেন কেইন। স্পর্শ করলেন ইংল্যান্ডের শীর্ষ লিগে সাবেক আর্জেন্টিনা ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোর সবচেয়ে বেশি পুরস্কারটি জয়ের রেকর্ড।

এর আগে সবশেষ ২০১৭ সালের ডিসেম্বরে সেরা খেলোয়াড় হয়েছিলেন কেইন।

গত মাসে লিগে এভারটনের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেন তিনি। এছাড়া ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টটেনহ্যামের ৩-২ ব্যবধানে হারের ম্যাচে একটি করে গোল করেন তিনি।

মার্চে লিগে দুটি অ্যাসিস্টও করেছেন কেইন। চলতি মৌসুমে ১২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে তিনি গোল করিয়েছেন ৫টি।

ক্লাব ফুটবলের দারুণ ছন্দ জাতীয় দলেও ধরে রাখেন কেইন। গত ২৬ মার্চ সুইজারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ২-১ ব্যবধানে জেতা প্রীতি ম্যাচে স্পট কিক থেকে একটি গোল করেন তিনি।

ওই গোলে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোলের তালিকায় এক ধাপ এগিয়ে গেছেন কেইন। গ্যারি লিনেকারকে (৪৮) ছাড়িয়ে স্যার ববি চার্লটনের (৪৯) পাশে এখন ২৮ বছর বয়সী স্ট্রাইকার। তার ওপরে আছেন কেবল ওয়েইন রুনি (৫৩)।