দল বিশ্বকাপে না ওঠায় ছাঁটাই নাইজেরিয়ার কোচিং স্টাফ

কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার বড়সড় ধাক্কা লেগেছে নাইজেরিয়া ফুটবলে। চাকরি হারিয়েছেন জাতীয় দলের কোচিং স্টাফের তিন সদস্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2022, 04:43 PM
Updated : 31 March 2022, 04:43 PM

এছাড়া পদত্যাগ করেছেন নাইজেরিয়ান ফুটবল ফেডারেশনের (এনএফএফ) টেকনিক্যাল ডিরেক্টর অগাস্টিন ইগাভোয়েন।

এক বিবৃতিতে বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে এনএফএফ।

আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে প্লে-অফের প্রথম লেগে ঘানার মাঠে গোলশূন্য ড্র করে নাইজেরিয়া। পরে গত মঙ্গলবার তাদের মাঠে ফিরতি লেগে ১-১ গোলে ড্র করে অ্যাওয়ে গোলের সুবাদে কাতারের টিকেট পায় ঘানা।

১৯৯৪ থেকে বিশ্বকাপের গত সাত আসরের ছয়টিতেই খেলেছিল নাইজেরিয়া। এবার ঘরের মাঠের ব্যর্থতায় পারল না উঠতে।