নাইজেরিয়া-ঘানা ম্যাচে ডোপিং কর্মকর্তার মৃত্যু
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2022 09:27 PM BdST Updated: 30 Mar 2022 09:27 PM BdST
কাতার বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে প্লে-অফে নাইজেরিয়া ও ঘানার ম্যাচের পর অসুস্থ হয়ে মারা গেছেন ম্যাচটির ডোপিং নিয়ন্ত্রক কর্মকর্তা।
গত মঙ্গলবার রাতে নাইজেরিয়ার মাঠে ওই ম্যাচের পর দুর্ঘটনাটি ঘটে। নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সাধারণ সম্পাদক মোহামেদ সানুসি বিষয়টি নিশ্চিত করেছেন।
সানুসি জানিয়েছেন, ম্যাচের পর একজন খেলোয়াড়ের ডোপিং পরীক্ষা করাতে যাচ্ছিলেন যোসেফ কাবাঙ্গো। ওই সময় তাকে ঘানার ড্রেসিং রুমের কাছে শ্বাসকষ্টে ভুগতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে পোঁছানো মাত্রই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জাম্বিয়ান কর্মকর্তা।
ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
ফিরতি লেগের ওই ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। তবে অ্যাওয়ে গোলের নিয়মে বিশ্বকাপের টিকেট পায় ঘানা।
ম্যাচ শেষে নাইজেরিয়ার উত্তেজিত সমর্থকরা গ্যালারি থেকে মাঠে ছুটে যায়, শুরু করে ভাঙচুর এবং অন্যদেরও মারধর করে তারা।
নাইজেরিয়ান সংবাদমাধ্যম দা ক্যাবলকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই হট্টগোলের মধ্যে কাবাঙ্গোও হামলার শিকার হন এবং মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
তবে ম্যাচের দায়িত্বে থাকা কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করেছেন।
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন