২৮ বছর বয়সে চলে গেলেন বেলজিয়ান গোলরক্ষক 

শরীরে বাসা বেঁধেছিল মরণব্যাধি ক্যান্সার। তবুও হাল ছেড়ে না দিয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন মিগেল ফন ডাম। শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হার মানতে হয়েছে বেলজিয়ামের ক্লাব সার্কেল ব্রুগের এই গোলরক্ষককে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2022, 02:08 PM
Updated : 29 March 2022, 02:08 PM

সার্কেল ব্রুগ মঙ্গলবার এক বিবৃতিতে ২৮ বছর বয়সী মিগেলের মৃত্যুর খবর জানায়।

পেশাদার ক্যারিয়ারে ৮ বছর সার্কেল ব্রুগে থাকলেও ক্যান্সারের সঙ্গে লম্বা যুদ্ধের কারণে এই সময়ে পঞ্চাশেরও কম ম্যাচ খেলার সুযোগ পান মিগেল।

২০১৬ সালে নিয়মিত মেডিকেল চেক আপের সময় তার শরীরে লিউকেমিয়া ধরা পড়ে।

২০২০ সালে রোগটি পুনরায় সংক্রমিত হওয়ার আগে প্রথম ধাপে সুস্থ হওয়ার পর আগের চার বছরে মিগেল ক্লাবের হয়ে মাত্র ৫টি ম্যাচ খেলতে পারেন।

মিগেলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সার্কেল ব্রুগ বলেছে, “ক্লাবের প্রায় ১২৩ বছরের ইতিহাসে আজ অত্যন্ত কঠিন একটি দিন।”