‘ছন্দ ধরে রাখলে লা লিগা জিতবে বার্সা’

কিছু দিন আগেও, শীর্ষ চারে থেকে চ‍্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করাই ছিল বার্সেলোনার মূল লক্ষ‍্য। শাভি এরনান্দেস দায়িত্ব নেওয়ার পর ছন্দে ফেরা দলটি এখন দেখতে শুরু করেছে বড় স্বপ্ন। এখনও বেশ বড় ব‍্যবধানেই শিরোপা দৌড়ে এগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার বিশ্বাস, এভাবে খেলা চালিয়ে গেলে তাদের হাতেই উঠবে লিগ শিরোপা!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2022, 01:06 PM
Updated : 29 March 2022, 01:06 PM

শাভি গত নভেম্বরে কোচ হওয়ার পর লা লিগায় এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে  বার্সেলোনা। গত ৪ ডিসেম্বর থেকে স্পেনের শীর্ষ লিগে অপরাজিত রয়েছে তারা।

একসময় যে বার্সেলোনা নেমে গিয়েছিল লিগ টেবিলের ৯ নম্বরে, তারা এখন টানা ১২ ম্যাচের অপরাজেয় পথচলায় আছে তৃতীয় স্থানে। ২৮ ম্যাচে ১৫ জয় ও ৯ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৪।

সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে এক ম্যাচ বেশি খেলা আতলেতিকো মাদ্রিদ।

২৯ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া।

লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার কঠিন সমীকরণ মেলানোর স্বপ্ন দেখতে শুরু করা বার্সেলোনার জন‍্য ইউরোপা লিগের শিরোপা জেতার পথ তুলনামূলক ‘সহজ।’

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউরোপা লিগে নেমে যাওয়া বার্সেলোনার শেষ আটের প্রতিপক্ষ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।

গত সোমবার আরএসি১ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা কথা বলেন বিভিন্ন বিষয়ে।

"আমি শুধুমাত্র ইউরোপা লিগ জেতা এবং লা লিগায় দ্বিতীয় হওয়াটা মেনে নিতে পারি না।”

“আমি লা লিগা জিততে চাই। আমি সত্যিই এটাতে বিশ্বাস করি, এটা জেতার মতো দল আছে আমাদের এবং আমরা ভালো খেলে (লিগের) চূড়ান্ত ধাপে এসেছি।”

চলতি মাসে হওয়া ক্লাসিকোয় রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর শাভি বলেছিলেন, তিনি লিগ জেতার সম্ভাবনা বাতিল করছেন না।

শাভির চেয়ে একধাপ এগিয়ে লাপোর্তা। তার বিশ্বাস, ফর্ম ধরে রাখতে পারলে তারাই লিগ শিরোপা জিতবেন।

“দল ভালো কাজ করছে এবং তারা আমার চেয়েও বেশি বিশ্বাস করে যে আমরা লা লিগা জিততে পারি। ছন্দ ধরে রাখতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হব।”