অস্ত্রোপচারের টেবিলে আজার

এমনিতে রিয়াল মাদ্রিদের হয়ে খেলারই সুযোগ মিলছে না। এবার মাঠের বাইরেই ছিটকে যাচ্ছেন এদেন আজার। বেজিয়ান ফরোয়ার্ডের ডান পায়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2022, 05:09 PM
Updated : 25 March 2022, 05:09 PM

মাদ্রিদের দলটি শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, আজারের ডান ফিবুলার অস্টিওসিন্থেসিস প্লেট অপসারণের জন্য আগামী কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার করানো হবে। তার মাঠে ফিরতে কত দিন লাগতে পারে, তা নিয়ে কিছু বলা হয়নি।

৩১ বছর বয়সী এই ফুটবলার এক মাসের বেশি সময় ধরে রিয়ালের হয়ে কোনো ম্যাচ খেলেননি। সবশেষ গত ১৯ ফেব্রুয়ারি লা লিগায় আলাভেসের বিপক্ষে দলের ৩-০ গোলে জয়ের ম্যাচে বদলি নেমে শেষ পাঁচ মিনিট খেলেন তিনি।

তারপর থেকে প্রতিটি ম্যাচে বেঞ্চে থাকলেও একাদশে সুযোগ মেলেনি তার। এমনকি গত রোববার ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে দলের ৪-০ গোলে ভরাডুবির ম্যাচেও তাকে নামাননি কোচ কার্লো আনচেলত্তি। 

এই মৌসুমে ক্লাবের হয়ে খেলা ২১ ম্যাচের মধ্যে মাত্র আটটিতে শুরুর একাদশে জায়গা পান তিনি।

২০১৯ সালের জুলাইয়ে চেলসি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই চোটে জেরবার আজারের ক্যারিয়ার। এই সময়ে কয়েক দফা চোটের কারণে সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির হয়ে খেলে তিনি খেলতে পেরেছেন কেবল ৬৫ ম্যাচ।

আন্তর্জাতিক বিরতির পর আগামী ২ এপ্রিল লিগে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে রিয়াল।