স্বস্তির জয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল পর্তুগাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2022 03:42 AM BdST Updated: 25 Mar 2022 04:30 AM BdST
টিকে থাকার লড়াইয়ে আক্রমণাত্মক ফুটবলে প্রথমার্ধে দুই গোল করা পর্তুগাল বিরতির পর কিছুটা খেই হারাল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তুরস্ক কমাল ব্যবধান, কিন্তু শেষ দিকে তারা মিস করল পেনাল্টি। কষ্টের জয়ে কাতার বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল সাবেক ইউরো চ্যাম্পিয়নরা।
প্লে-অফ সেমি-ফাইনালে বৃহস্পতিবার ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে ফের্নান্দো সান্তোসের দল।
ওতাভিও ও দিয়োগো জটার গোলে পর্তুগাল এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান বুরাক ইলমাজ। পরে তিনিই মিস করেন পেনাল্টি। যোগ করা সময়ে স্বাগতিকদের তৃতীয় গোলটি করেন মাথেউস নুনেস।

একই দিন আরেক প্লে-অফ সেমি-ফাইনালে ইতালিকে তাদের মাঠেই ১-০ গোলে হারায় নর্থ মেসিডোনিয়া। টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব আসরে খেলা হচ্ছে না বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালির।
বাছাইয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ পর্তুগাল এগিয়ে যায় পঞ্চদশ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে বের্নার্দো সিলভার শট পোষ্টে লেগে ফেরার পর দুরূহ কোণ থেকে বল জালে পাঠান ওতাভিও।

দ্বিতীয়ার্ধের শুরুতে ভালো একটি সুযোগ পেয়ে উড়িয়ে মারেন জটা। ৬৫তম মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকে গোলটি করেন ইলমাজ।
৭৫তম মিনিটে সুবর্ণ সুযোগ হারান ওতাভিও। কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন নুনেস। রাফায়েল লিয়াওয়ের থ্রু বল ধরে গোলটি করেন তিনি।
ম্যাচ জুড়ে নিজের ছায়া হয়ে থাকা ক্রিস্তিয়ানো রোনালদোও শেষ মুহূর্তে গোল পেতে পারতেন, কিন্তু পর্তুগাল অধিনায়কের প্রচেষ্টা ক্রসবারে লাগে।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল