আবারও কেনিয়াকে হারিয়ে মুকুট ধরে রাখল বাংলাদেশ

কেনিয়ার শুরুটা হলো দারুণ আশা জাগানিয়া। তাতে শঙ্কার কালো মেঘ জমল বাংলাদেশের আকাশে। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন আরদুজ্জামান-রাজীবরা। শঙ্কার মেঘ সরিয়ে বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডির মুকুট ধরে রাখার উচ্ছ্বাসে ভাসল বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2022, 12:31 PM
Updated : 24 March 2022, 02:24 PM

শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বৃহস্পতিবার জমজমাট ফাইনালে কেনিয়াকে ৩৪-৩১ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে স্বাগতিকরা ১৭-১৪ পয়েন্টে এগিয়ে ছিল।

শুরুতে সমানে সমান লড়াই হলেও এক পর্যায়ে ৮-৪ পয়েন্ট এগিয়ে যায় গতবারের ফাইনালের হারের প্রতিশোধ নিতে উন্মুখ থাকা কেনিয়া। কিন্তু দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৭-১৪ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। শেষ দিকে ম্যাচ জমিয়ে তোলে কেনিয়াও; ব্যবধান কমিয়ে ৩২-৩১ এ নামিয়ে আনে আফ্রিকার দলটি। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। তিন পয়েন্ট ব্যবধানে বাজিমাত করে উচ্ছ্বাসে ভেসে ওঠে বাংলাদেশ।

২০২১ সালে প্রতিযোগিতার প্রথম আসরে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও জিতল কোনো ম‍্যাচ না হেরে।

সেমি-ফাইনালে ইরাককে ৫৫-৩৬ পয়েন্টে হারায় বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছিল তাদের। তবে জমজমাট লড়াইয়ের পর ৪০-৩৮ পয়েন্টে জিতে ‘এ’ গ্রুপের সেরা হয় স্বাগতিকরা।

ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জিতেছিল ৫৬-২১ পয়েন্টে।

ফাইনালের ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের রাজীব আহমেদ। সেরা রেইডার হয়েছেন কেনিয়ার ভিক্টর ওবিয়েরো এবং সেরা ক্যাচার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার।

হারের প্রতিক্রিয়ায় কেনিয়ার কোচ ল্যাভেন্তার ওগুতা শেষ দিকের রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন। আন্তর্জাতিক কাবাডিতে অভিযোগ করবেন বলেও জানান তিনি।

“আমার ছেলেরা পুরো টুর্নামেন্টেই ভালো খেলেছে। পরিকল্পনা অনুযায়ী খেলেছে। আজ যে খারাপ খেলেছে এমন নয়। তবে আজ তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। ম্যাচে রেফারির ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। ম্যাচে অনেকবার আমরা রেফারির ফেভার পাইনি। শেষ দিকে রেফারি যেটা করেছে, ভালো করেনি। আমাদের রিভিউয়ের কোনো সুযোগই দেয়নি। বাজে রেফারিংয়ের শিকার হয়েছি। রেফারির বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক কাবাডিতে অভিযোগ জানাব।”

বাংলাদেশ কোচ সাজু রাম গয়াত অবশ্য লক্ষ্য পূরণের আনন্দে ভাসছেন। তার ভাবনায় এখন এশিয়ান গেমসে আলো ছড়ানো।

“ছেলেরা আজ তাদের সেরাটা খেলেছে। আমার পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করেছে। আমি বলেছিলাম, বেশি আক্রমণাত্মক খেলার দরকার নেই। রক্ষণে বেশি মনোযোগ দাও। সেটাই তারা করেছে।”

“টুর্নামেন্টে আমাদের যে লক্ষ্য ছিল, চ্যাম্পিয়নশিপ জয়ের, সেটা আমরা করতে পেরেছি। মর্যাদার বঙ্গবন্ধু কাপটা আমরা ঘরে রেখে দিতে পেরেছি। সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি, তরুণরাও এবার মন জয় করা পারফরম্যান্স উপহার দিয়েছে। বঙ্গবন্ধু কাপ মিশন শেষ হয়েছে। এবার আমাদের লক্ষ্য এশিয়ান গেমস।”