শীর্ষে থেকেই বার্টির অবাক অবসর
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2022 11:38 AM BdST Updated: 23 Mar 2022 11:38 AM BdST
বয়স মোটে ২৫, কোর্টেও কাটছিল দারুণ সময়। অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস গড়া সাফল্যের দুই মাসও পেরোয়নি। মেয়েদের র্যাঙ্কিংয়ের এক নম্বরে এখনও জ্বলজ্বল করছে তার নাম। ক্যারিয়ারের এই মধ্যগগণেই হঠাৎ নিভে গেলেন অ্যাশলি বার্টি। আচমকাই টেনিসকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ান তারকা।
টেনিস বিশ্বকে চমকে দিয়ে বুধবার অবসরের ঘোষণা দেন বার্টি। গত ২৯ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জয়ী এই অস্ট্রেলিয়ান তারকা আর তাড়না পাচ্ছেন না কোর্টে নামার ও সফরে যাওয়ার। টেনিস থেকে নিজের চাওয়ার সব পাওয়া হয়ে গেছে বলেও মনে করেন তিনি।
ইনস্টাগ্রামে এক ভিডিওতে বার্টি বলেন, টেনিস কোর্টে নিজেকে মেলে ধরার কোনো তাগিদ তিনি অনুভব করছেন না আর।
“নিজের সেরাটা বের করে আনতে কতটা কাজ করতে হয়, আমি তা জানি… আমার মধ্যে তা আর অবশিষ্ট নেই। শীর্ষ পর্যায়ে নিজেকে চ্যালেঞ্জ জানানোর নেই শারীরিক তাড়না, মানসিক শক্তি এবং অন্য সবকিছু যা প্রয়োজন, আমার তা আর নেই। নিঃশেষিত হয়ে গেছি আমি।”
সব মিলিয়ে ১৫টি একক ও ১২টি দ্বৈত ডব্লিউটিএ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন বার্টি, এর মধ্যে আছে তিনটি একক গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন তিনি ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেনে। গত বছর উইম্বলডনসহ জেতেন পাঁচটি একক শিরোপা। এরপর গত জানুয়ারিতে ৪২ বছরের মধ্যে প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে জিতে নেন ট্রফিও।
সব মিলিয়ে ১২১ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে কাটান তিনি। সামনেই আছে ফ্রেঞ্চ ওপেন, ক্যারিয়ারের এই সেরা সময়ে হাতছানি আরও অনেক সাফল্য ও অর্জনের। কিন্তু টেনিস কোর্টের জীবন আর টানছেই না তাকে।

পরে ২০১৬ সালে আবার তিনি কোর্টে ফেরেন এবং দ্রুত এগিয়ে যান সাফল্যের পথ ধরে। কোর্টে দুর্দান্ত টেনিস দিয়ে আদায় করে নেন প্রশংসা, কোর্টের বাইরের আচরণ তাকে জনপ্রিয়তাও এনে দেয় তুমুল।
কিন্তু বিদায় বেলায় আবারও বললেন, পাদপ্রদীপের আলোর চেয়ে তাকে বেশি টানে ঘরের জীবন।
“টেনিসের প্রতি ভালোবাসা আমার কখনোই, কোনোদিন থামবে না। আমার জীবনের বিশাল অংশ এটি। তবে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ব্যক্তি অ্যাশ বার্টি হিসেবে জীবনের পরের অংশ উপভোগ করা, অ্যাথলেট অ্যাশ বার্টি হিসেবে নয়।”
সব মিলিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের প্রাইজমানি আয় করে টেনিস থেকে অবসরে গেলেন বার্টি। তার এমন অকাল বিদায় মনে করিয়ে দিচ্ছে মেয়েদের টেনিসের আরও দুই বড় তারকার বিদায়কে।
২০০৫ সালের ইউএস ওপেন বিজয়ী কিম ক্লাইস্টার্স মাত্র ২৩ বছর বয়সেই ২০০৭ সালে ছেড়ে দেন টেনিস। বিয়ে করে সন্তানের মা হন। পরে ২০০৯ সালে আবার টেনিসে ফিরে ওই বছরই জিতে নেন ইউএস ওপেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে পরে জেতেন আরও দুটি গ্র্যান্ড স্ল্যাম একক।
বার্টির মতোই ঠিক ২৫ বছর বয়সে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অবস্থায়ই ২০০৮ সালে টেনিসকে বিদায় বলে দেন জুস্টিন হেনা। সাতটি গ্র্যান্ড স্ল্যাম একক জয়ী তারকা পরে ২০১০ সালে আবার কোর্টে ফেরেন।
বার্টির ভবিষ্যৎ তোলা সময়ের হাতেই।
-
আরও একবার উইম্বলডন খেলার আশায় ফেদেরার
-
৬ মাস পেছাল আফ্রিকান নেশন্স কাপ
-
'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'
-
এমবাপেকে আমরা শূলে চড়াতে পারি না: মদ্রিচ
-
৮ গোলের ম্যাচে শেখ রাসেলের জয়
-
উদ্দ্বীপ্ত সাইফ স্পোর্টিংয়ে ধরাশায়ী আবাহনী
-
ওতাবেকের জোড়া গোলে জয়ে ফিরল শেখ জামাল
-
‘ডি ইয়ংকে বিক্রির ইচ্ছা নেই বার্সার’
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে