‘৪-৬ সপ্তাহের’ জন্য কোর্টের বাইরে নাদাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2022 10:47 PM BdST Updated: 22 Mar 2022 10:47 PM BdST
চোট নিয়েই খেলেন ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে। সেটাই শেষ পর্যন্ত কাল হলো রাফায়েল নাদালের জন্য। পাঁজরের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন এই টেনিস তারকা।
গত শনিবার টুর্নামেন্টের সেমি-ফাইনালে কার্লোস আলকারাসের বিপক্ষে জয়ের ম্যাচে চোট পেয়েছিলেন নাদাল।
ব্যথা নিয়েই খেলেন ফাইনাল। সেখানে যদিও জিততে পারেননি স্প্যানিশ তারকা। তাকে হারিয়ে শিরোপা জিতে নেন যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজ। ম্যাচ চলাকালীন শ্বাস নেওয়ার সময় ব্যথা অনুভব করছিলেন নাদাল। পরে নিজেই জানান, এক পর্যায়ে মাথা ঘোরাচ্ছিল তার।
ফ্রিটজের কাছে হারের আগে টানা ২০ ম্যাচে জয় পেয়েছিলেন নাদাল। চলতি বছরে এটি তার প্রথম হার।
সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার চোটের বিষয়টি জানিয়ে নাদাল লেখেন,
“ফাইনালে অস্বস্তি নিয়ে খেলার পরপরই আমি আমার মেডিকেল টিমের কাছে গিয়েছিলাম পরীক্ষা করাতে।”
“যা দেখা যাচ্ছে, আমার পাঁজরে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। এটি ভালো খবর নয় এবং আমি এটি আশা করিনি।”
ধারণা করা হচ্ছে, চোটের কারণে আগামী এপ্রিলে মন্টে কার্লো এবং বার্সেলোনায় ক্লে কোর্টের দুটি ইভেন্টই মিস করবেন নাদাল।
আগামী ২২ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন দিয়ে কোর্টে ফিরতে পারেন ৩৫ বছর বয়সী তারকা।
রোলাঁ গাঁরোয় এখন পর্যন্ত রেকর্ড ১৩ বার শিরোপা জিতেছেন নাদাল।
চলতি বছরের শুরুটা দারুণ করেছেন নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মহাকাব্যিক লড়াইয়ে দানিল মেদভেদেভকে হারিয়ে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন তিনি। রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে ছাড়িয়ে নিজের করে নেন পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’