ইউভেন্তুস ছাড়ছেন দিবালা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2022 04:27 PM BdST Updated: 22 Mar 2022 09:17 PM BdST
চুক্তি নবায়নের বিষয়ে দুই পক্ষের মৌখিক সম্মতি ছিল। কিন্তু কাগজে কলমে তা আর হলো না। প্রক্রিয়া ভেস্তে যাওয়ায় নিশ্চিত হয়ে গেছে, চলতি মৌসুম শেষে ইউভেন্তুস ছাড়বেন পাওলো দিবালা।
২০১৫ সালের জুনে পালেরমো থেকে চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে যোগ দেওয়া দিবালা দলটির হয়ে এ পর্যন্ত সেরি আয় ২০২ ম্যাচে গোল করেছেন ৮০টি।
তুরিনের ক্লাবটির শুরুর তিন মৌসুম মাঠে দুর্দান্ত ছিলেন দিবালা। এরপর ছন্দ হারাতে শুরু করেন তিনি। ২০১৮ সালে ক্রিস্তিয়ানো রোনালদো দলটিতে যোগ দেওয়ার পর শুরুর একাদশে অনিয়মিত হয়ে পড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ২০২০-২১ মৌসুমে তো দলেই ছিলেন না নিয়মিত।
চলতি মৌসুমে চোটের সঙ্গেও লড়তে হচ্ছে তাকে। প্রায় এক মাস পর গত রোববার লিগে সালেরনিতানার বিপক্ষে শুরুর একাদশে ফেরেন দিবালা এবং দলের ২-০ ব্যবধানে জেতা ম্যাচে প্রথম গোলটি করেন তিনি।
এবারের লিগে সতীর্থ ফরোয়ার্ড আলভারো মোরাতার সমান আট গোল করেছেন ২৮ বছর বয়সী দিবালা।
বেশ কিছুদিন ধরেই দিবালার ভবিষ্যৎ নিয়ে নানারকম গুঞ্জন শোনা যাচ্ছিল। মার্কার খবর, সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দিবালার প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু দুই পক্ষের দাবি না মিললে ভেস্তে যায় চুক্তির প্রক্রিয়া।
এরপরই ইতালির ওয়েবসাইট তুত্তোমেরকাতোর সঙ্গে আলাপচারিতায় সব গুঞ্জনের ইতি টেনে ইউভেন্তুসের প্রধান নির্বাহী মাউরিৎসিও আররিভাবেনে জানান, দিবালার সঙ্গে চুক্তি নবায়ন সম্ভব নয়।
“চলমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, পাওলো দিবালার সঙ্গে ইউভেন্তুস চুক্তি নবায়ন করেনি।”
গত জানুয়ারির দলবদলে সার্বিয়ার ফরোয়ার্ড দুসান ভ্লাহোভিচকে দলে টানে ইউভেন্তুস। এরই মধ্যে তরুণ এই ফরোয়ার্ড আস্থার প্রতিদান দিতে শুরু করেছেন। আররিভাবেনের কথায়ও তাই ফুটে উঠল। বললেন, ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড আসার পর দিবালা আর তাদের পরিকল্পনার কেন্দ্রে নেই।
এর অর্থ হলো, দিবালার এজেন্ট এখন অন্যান্য ক্লাবের সঙ্গে আলোচনা করতে পারবে। আগামী ৩০ জুন শেষ হবে ইউভেন্তুসের সঙ্গে তার চুক্তির বর্তমান মেয়াদ।
এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ইউভেন্তুসের হয়ে ১১৩ বার জালের দেখা পেয়েছেন দিবালা। ক্লাবটির ইতিহাসে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলের তালিকায় তার অবস্থান তিনে। তার ওপরে আছেন সাবেক ফরাসি স্ট্রাইকার দাভিদ ক্রেজেগে (১৭১) ও সাবেক ডাচ ফরোয়ার্ড জন হ্যানসেন (১২৪)।
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ