রিয়াল ম্যাচের আগে বার্সা শিবিরে ধাক্কা

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে চোট থাবা বসিয়েছে বার্সেলোনা শিবিরে। হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন ডিফেন্ডার সের্জিনো দেস্ত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2022, 12:32 PM
Updated : 19 March 2022, 05:50 PM

ইউরোপা লিগে শেষ ষোলোর ফিরতি লেগে গত বৃহস্পতিবার গালাতাসারাইয়ের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে খেলা দেস্ত দ্বিতীয়ার্ধের শুরুর দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন।

স্ক্যানে ২১ বছর বয়সী মিডফিল্ডারের বাম হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে বলে ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার এক বিবৃতিতে জানায় বার্সেলোনা। আসন্ন আন্তর্জাতিক বিরতি শেষের আগ পর্যন্ত মাঠে ফিরতে পারবেন না যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড়।

আয়াক্সের একাডেমি থেকে উঠে আসা দেস্ত চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ২০ ম্যাচ খেলেছেন।

সান্তিয়াগো বের্নাবেউয়ে আগামী রোববার বাংলাদেশ সময় রাত ২টায় লা লিগার ম্যাচে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা।

২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা।

ধারণা করা হচ্ছে, দেস্তের জায়গায় ক্লাসিকোতে দানি আলভেসকে খেলাতে পারেন বার্সেলোনা কোচ শাভি। তবে ইউরোপা লিগে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে খেলাতে পারবে না তারা। এই প্রতিযোগিতায় তাকে নিবন্ধন করায়নি কাতালান ক্লাবটি।

ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে খেলবে বার্সেলোনা। প্রথম লেগ হবে আগামী ৭ এপ্রিল।