ভারতকে হারিয়ে মেয়েদের দলগত রিকার্ভেও সেরা বাংলাদেশ

থাইল্যান্ডের আর্চারি থেকে আরেকটি সুখবর পেল বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দ্বৈতের পর মেয়েদের দলগত বিভাগেও ভারতকে হারিয়ে সোনা জিতেছে দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2022, 08:58 AM
Updated : 19 March 2022, 08:58 AM

থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) শনিবার মেয়েদের দলগত রিকার্ভে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন নাসরিন আক্তার, ফামিদা সুলতানা নিশা ও দিয়া সিদ্দিকী।

সেমি-ফাইনালে বাংলাদেশের কাছে ৫-১ সেট পয়েন্টে হারা কাজাখস্তান এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিক থাইল্যান্ডকে ৬-০ ব্যবধানে হারিয়ে।

থাইল্যান্ডের এই প্রতিযোগিতা থেকে এখন পর্যন্ত দুটি সোনা জিতল বাংলাদেশ। এদিনই ভারতের জুটিকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে রিকার্ভ মিশ্র দ্বৈতের সোনা জেতেন রোমান সানা-নাসরিন জুটি।

এই ইভেন্টে মালয়েশিয়া পেয়েছে ব্রোঞ্জ।

নাসরিনের অবশ্য আরও সোনা জয়ের সুযোগ আছে। রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন তিনি। সেখানে তার প্রতিপক্ষ বাংলাদেশের দিয়া সিদ্দিকী। ফলে এই ইভেন্টের প্রথম দুটি পদকই বাংলাদেশের।