ফাইনালে রোমান-নাসরিন

ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে প্রত্যাশিত আলো ছড়াতে পারেননি রোমান সানা। বিদায় নেন শেষ ষোলো থেকে। দেশের তারকা আর্চার আলো ছড়ালেন মিশ্র দ্বৈতে। নাসরিন আক্তারের সঙ্গে জুটি গড়ে উঠলেন এই ইভেন্টের ফাইনালে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2022, 03:25 PM
Updated : 18 March 2022, 03:25 PM

থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) শুক্রবার কোয়ার্টার-ফাইনালে রোমান-নাসরিন জুটি ৬-০ সেট পয়েন্টে হারান স্বাগতিক দেশের জুটিকে।

সেমি-ফাইনালেও আধিপত্য ধরে রাখেন দুজনে; ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেন কাজাখস্তানের জুটিকে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের কোয়ার্টার-ফাইনালে ভালো করতে পারেননি নেওয়াজ আহমেদ রাকিব ও শ্যামলী রায় জুটি। থাইল্যান্ডের কাছে ১৫১-১৫৫ স্কোরে হেরে বিদায় নেয় তারা।

নাসরিন আগের দিনই পদক জয় নিশ্চিত করেছেন। রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন তিনি। ফাইনালে নাসরিনের প্রতিপক্ষ বাংলাদেশের দিয়া সিদ্দিকী। ফলে এই ইভেন্টের দুটি পদকই বাংলাদেশের।