আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2022 09:21 PM BdST Updated: 18 Mar 2022 09:21 PM BdST
ভেনেজুয়েলা ও একুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ৩৩ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ফিরেছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। নানা কারণে গুরুত্বপূর্ণ সাত খেলোয়াড় জায়গা পাননি স্কোয়াডে।
২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আগামী ২৫ মার্চ ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। চার দিন পর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ একুয়েডর।
গত ২৭ জানুয়ারি চিলির বিপক্ষে এবং ১ ফেব্রুয়ারি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি মেসি। এ দুটি ম্যাচের জন্য স্কালোনি দল দেওয়ার আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। যদিও পরে রিপোর্ট নেগেটিভ এসেছিল, কিন্তু পিএসজির অনুরোধে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ধকল কাটিয়ে ওঠার সুযোগ দিতে মেসিকে ছাড়াই খেলে আর্জেন্টিনা।
ওই দুই ম্যাচেই জিতেছিল আর্জেন্টিনা। চিলির মাঠে ২-১ গোলে জেতার পর নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছিল স্কালোনির দল।
আসছে দুই ম্যাচের দলে জায়গা না পাওয়াদের মধ্যে চারজন এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভানি লো সেলসো নেই নিষেধাজ্ঞার কারণে। গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় নিয়ম ভেঙে ব্রাজিলে খেলতে গিয়ে নিষিদ্ধ হয়েছিলেন তারা।
মার্কোস আকুনা ও আলেহান্দ্রো গোমেস নেই চোটের কারণে। বাঁ পায়ের চোট থেকে সবে মাত্র সেরে উঠেছেন পাওলো দিবালা। কিন্তু কয়েক সপ্তাহ খেলার বাইরে থাকায় ইউভেন্তুসের এই ফরোয়ার্ডকে নিয়ে ঝুঁকি নিতে চাননি স্কালোনি।
কাতার বিশ্বকাপের টিকেট আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় নিয়মিত এই খেলোয়াড়দের অনুপস্থিতিতে আসলে তেমন কোনো সমস্যা নেই আর্জেন্টিনার। ১৫ ম্যাচে ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।
সমান ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ব্রাজিল।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হুয়ান মুস্সো (আতালান্তা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল)
ডিফেন্ডার: গনসালো মনতিয়েল (সেভিয়া), হুয়ান ফয়েত (ভিয়ারিয়াল) নাউয়েল মোলিনা (উদিনেজে), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (আয়াক্স), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স)
মিডফিল্ডার: ফ্রাঙ্কো কারবোনি (ইন্টার মিলান), লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বেয়ার লেভারকুজেন), লুকা রোমেরা (লাৎসিও), আলেক্সিস মাক আলিসতের (ব্রাইটন), ভালেন্তিন কারবোনি (ইন্টার মিলান), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস পাস (রিয়াল মাদ্রিদ), তিয়াগো জেরালনিক (ভিয়ারিয়াল), মানুয়েল লানসিনি (ওয়েস্ট হ্যাম)
ফরোয়ার্ড: আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), মাতিয়াস সুলে (ইউভেন্তুস), লুকাস ওকাম্পোস (সেভিয়া), আনহেল দি মারিয়া (পিএসজি), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (ইন্টার মিলান), লিওনেল মেসি (পিএসজি), লুকাস বোয়ে (এলচে), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান) ও হুলিয়ান আলভারেস (রিভার প্লেট)
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার