জয়ে ফিরল মোহামেডান, শেখ রাসেলের হোঁচট
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2022 07:01 PM BdST Updated: 18 Mar 2022 07:01 PM BdST
হার ও ড্রয়ের চক্কর থেকে বেরিয়ে এলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। হারিয়ে দিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। কোচ বদলিয়েও জয়ে ফিরতে পারেনি শেখ রাসেল ক্রীড়া চক্র। নতুন কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর অধীনে খেলা প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার ২-১ গোলে জিতেছে মোহামেডান। সাহেদ হোসেন মিয়া দলকে এগিয়ে নেওয়ার পর বদলি সাইফ শামসুদ ব্যবধান দ্বিগুণ করেন। মুক্তিযোদ্ধা সংসদের একমাত্র গোলদাতা আমিনুর রহমান সজীব।
ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য করা মোহামেডান অষ্টম মিনিটেই গোল পেতে পারত। জাফর ইকবালের ফ্রি কিকে ওবি মোনেকের হেড ঝাঁপিয়ে এক হাতে আটকান গোলরক্ষক। ত্রয়োদশ মিনিটে সুলেমানে দিয়াবাতের ক্রসে হেডে দলকে এগিয়ে নেন শাহেদ।
৩৭তম মিনিটে মোহামেডানের আসিফ হকের শট ক্রসবারের উপর দিয়ে যায়। মোনেকের বদলি নামা সাইফ প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন। সাহেদের নিচু পাস পেয়ে দূরের পোস্টে আলতো টোকায় বল জালে জড়ান সাইফ।
৬২তম মিনিটে সজীবের গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় মুক্তিযোদ্ধা সংসদ। কিন্তু পরে আর তারা উল্লেখযোগ্য কিছু করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে মোহামেডানের একটি আক্রমণ ক্রসবারে লেগে প্রতিহত হয়। দুটি করে ড্র ও হারের পর জয়ের আনন্দে মাঠ ছাড়ে দলটি।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহাম্মদ জুয়েলের গোলে এগিয়ে যায় শেখ রাসেল।
তাতে টানা পাঁচ হারের ব্যর্থতা নিয়ে বহিষ্কার হওয়া সাইফুল বারী টিটুর বদলে দায়িত্ব পাওয়া মিন্টুর জয়ে শুরুর আভাষ মিলে। কিন্তু ৭০তম মিনিটে আদিল কুসকুস পেনাল্টি থেকে পুলিশ এফসিকে সমতায় ফেরালে সে সম্ভাবনা ফিকে হয়ে যায়।
লিগের নবম রাউন্ড শেষে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পুলিশ এফসি। ৬ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে রয়েছে ২০১২-১৩ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন শেখ রাসেল।
১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মোহামেডান। ৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে মুক্তিযোদ্ধা সংসদ।
আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার