থ্যাঙ্কগডের হ্যাটট্রিকে জয়ে ফিরল চট্টগ্রাম আবাহনী

আবারও হ্যাটট্রিক উপহার দিলেন পিটার থ্যাঙ্কগড। জালের দেখা পেলেন ওমিদ পোপালজাই। উত্তর বারিধারাকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল চট্টগ্রাম আবাহনী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2022, 12:46 PM
Updated : 17 March 2022, 12:55 PM

কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে বৃহস্পতিবার উত্তর বারিধারাকে ৪-২ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। থ্যাঙ্কগডের হ্যাটট্রিকে প্রথমার্ধেই চালকের আসনে বসে যায় বন্দর নগরীর দলটি। ৬১তম মিনিটে ব্যবধান আরও বাড়ান পোপালজাই।

উত্তর বারিধারাকে দুটি গোল এনে দেন সাইদস্তোন ফজিলভ ও ইভজেনি কোচনেভ।

টানা দুই হারের পর জয়ে ফেরা চট্টগ্রাম আবাহনী ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। পঞ্চম হারের তেতো স্বাদ পাওয়া উত্তর বারিধারা ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।

দ্বাদশ মিনিটে স্পট কিকে প্রথম গোলটি করেন থ্যাঙ্কগড। প্রথমার্ধের শেষ দিকে তিন মিনিটের মধ্যে আরও দুই গোল করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।

৩৮তম মিনিটে পোপালজাইয়ের পাস থেকে ব্যবধান দ্বিগুণের পর ৪১তম মিনিটে সোহেল রানার বাড়ানো বল জালে জড়ান থ্যাঙ্কগড।

লিগের চলতি আসরে গোলদাতার তালিকায় ১১ গোল নিয়ে এককভাবে শীর্ষে উঠে এলেন থ্যাঙ্কগড। ৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন বসুন্ধরা কিংসের রবসন দি সিলভা রবিনিয়ো।

এবারের আসরে থ্যাঙ্কগডের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। গত ফেব্রুয়ারিতে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধে থ্যাঙ্কগডের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগান আফগান মিডফিল্ডার পোপালজাই। পরে ফজিলভ ও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কোচনেভের গোলে যা একটু ব্যবধান কমায় উত্তর বারিধারা।

এ ম্যাচ দিয়েই লিগের এ পর্যন্ত সূচি শেষ করল চট্টগ্রাম আবাহনী। মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ১৯ মার্চ থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে, বন্ধ থাকবে লিগের খেলা।