থাইল্যান্ডে রোমান-রুবেলের জয়ে শুরু

রিকার্ভ পুরুষ এককে অংশ নিয়েছিলেন বাংলাদেশের চার আর্চার। তাদের মধ্যে প্রথম রাউন্ডের বৈতরণী পার হতে পেরেছেন কেবল রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2022, 02:18 PM
Updated : 15 March 2022, 02:18 PM

থাইল্যান্ডের ফুকেটে হওয়া এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-১) প্রথম রাউন্ডে মঙ্গলবার ফিলিপিন্সের নিগেল কুলেন গার্সিয়ার বিপক্ষে ৬-৪ সেট পয়েন্টে জিতেছেন তারকা আর্চার রোমান।

রুবেলের সামনে দাঁড়াতেই পারেননি থাইল্যান্ডের চাইসিলপ ফনথাকর্ন; ৬-০ সেট পয়েন্টের দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে রিকার্ভ মিশ্র দ্বৈতে রুপা জয়ী এই আর্চার।

বাংলাদেশের সাগর ইসলাম দারুণ লড়াইয়ের পর থাইল্যান্ডের প্রতিযোগীর কাছে হেরে যান ৬-৫ পয়েন্টে। রাম কৃষ্ণ সাহার পরিণতিও একই; তিনিও একই ব্যবধানে হারেন হংকংয়ের প্রতিপক্ষের কাছে।

মেয়েদের কম্পাউন্ড এককে জয়ে শুরু পেয়েছেন রোকসানা আক্তার ও শ্যামলী রায়। প্রথম রাউন্ডে রোকসানা ১৪২–১৪০ পয়েন্টে সিঙ্গাপুরের লি অংকে এবং শ্যামলী ১৪০-১৩৮ পয়েন্টে হারিয়েছেন মালয়েশিয়ার প্রতিযোগীকে।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে রোমান-সাগর-রুবেলে গড়া বাংলাদেশ দল ১৯৪০ স্কোর করে ৩য় হয়েছে। কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ ফিলিপিন্স।