কোভিডমুক্ত হয়ে অনুশীলনে নামছে মেয়েরা

একদিন পরই স্বস্তির খবর পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল। খেলোয়াড়দের সবার করোনাভাইরাসের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ফলে অনুশীলনে নামতে আর কোনো বাধা থাকছে না।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2022, 12:25 PM
Updated : 14 March 2022, 12:25 PM

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাওয়ার পর দলের দুজন কর্মকর্তা ও একজন খেলোয়াড়ের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর রোববার দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ কারণে আইসোলেশনে ছিলেন সবাই।

সোমবার দ্বিতীয় দফার পরীক্ষায় একজন কর্মকর্তার রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত ওই কর্মকর্তাকে আইসোলেশনে রাখা হয়েছে। বাকি এক কর্মকর্তা ও ফুটবলার করোনাভাইরাস মুক্ত হয়েছেন বলে জানিয়েছে বাফুফে।

জামশেদপুরের জেএফ অ্যারেনায় সোমবার প্রথম অনুশীলন সেশন করবে গোলাম রব্বানী ছোটনের দল।

আগামী ১৭ মার্চ নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশ। ১৯ মার্চের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ফিরতি লেগে ২৩ মার্চ নেপাল ও ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে ছোটনের দল।

গত বছর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বয়সীদের নিয়ে হওয়া প্রতিযোগিতায় ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।