‘রোনালদোর অনুপস্থিতিতে ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে থাকতো না’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Mar 2022 05:06 PM BdST Updated: 14 Mar 2022 05:07 PM BdST
বয়স বাড়ার সঙ্গে স্বাভাবিকভাবেই কিছুটা ধার কমেছে। আগের মতো নিয়মিত গোলের দেখাও পাচ্ছেন না ‘একসময়ের গোলমেশিন’ ক্রিস্তিয়ানো রোনালদো। মাঝে মাঝে তাই প্রশ্ন ওঠে, ম্যানচেস্টার ইউনাইটেডের এই দলে তাকে কতোটা প্রয়োজন। সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের কাছে অবশ্য তার সাবেক সতীর্থের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই। তার মতে, পর্তুগিজ তারকা আছে বলেই এখন শক্তিশালী ইউনাইটেড।
চলতি মৌসুমে ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে রোনালদো খুব একটা খারাপ যে করছেন, তা নয়। কিন্তু নিজের মানদণ্ড এতোটাই উঁচুতে নিয়ে গেছেন যে কয়েক ম্যাচে তিনি গোল না পেলেই অনেকের কাছে সেটা ব্যর্থতা হিসেবে গণ্য হয়।
গত শনিবার প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচের আগেও রোনালদোর ফর্ম, চোট ও ক্লাব ছাড়ার গুঞ্জণ মিলিয়ে প্রশ্ন ওঠে, রোনালদোকে ছাড়াই ইউনাইটেড দল হিসেবে তুলনামূলক ভালো কি-না।
সব প্রতিযোগিতা মিলিয়ে ওই ম্যাচের আগের ১০ ম্যাচে মাত্র একবার জালের দেখা পেয়েছিলেন রোনালদো। ওই সময়ে নামের পাশে ছিল না কোনো অ্যাসিস্টও। কয়েকটি ম্যাচে তাকে ‘বাদ’ও দিয়েছিলেন কোচ রালফ রাংনিক।
সমালোচকদের জবাব মাঠেই দিয়েছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। তার দুর্দান্ত হ্যাটট্রিকে টটেনহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টারের দলটি, যা ছিল রোনালদোর ক্যারিয়ারের ৪৯তম হ্যাটট্রিক। এই নিয়ে টানা ১৩ মৌসুমে অন্তত একটি করে হ্যাটট্রিক করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
রোনালদো না থাকলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউনাইটেড এরই মধ্যে বিদায় নিত বলে দ্য মিররের সঙ্গে গত রোববারের আলাপচারিতায় মন্তব্য করেন ফার্ডিনান্ড।
“ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া ম্যানচেষ্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে পারতো না।”
“তাকে ছাড়া ইউনাইটেড শক্তিশালী দল কি-না? আমি এটার সঙ্গে মোটেও একমত হতে পারছি না। সে যদি ম্যানচেষ্টার ইউনাইটেডের হয়ে না খেলত তাহলে তারা ইউরোপ সেরা প্রতিযোগিতাটির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিত।”
ফার্ডিনান্ড মনে করেন, রোনালদোর ধার কমলেও তিনি এখনও বড় মঞ্চে পার্থক্য গড়ে দিতে পারেন।

“ম্যানচেষ্টার ইউনাইটেড এমন কোনো শক্তিশালী দল নয়, যারা ভাবতে পারে, ‘ঠিক আছে, আমরা এতোটাই ভালো দল যে তার মতো একজনকে বাদ দিতেই পারি।’”
গত অগাস্টে ইউভেন্তুস থেকে ইউনাইটেড যোগ দেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১২ গোল করে সাদিও মানের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দুইয়ে আছেন রোনালদো। ২০ গোল নিয়ে শীর্ষে মোহামেদ সালাহ।
ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে ১৮ গোল করেছেন রোনালদো। এই সময়ে দলটির যে কোনো খেলোয়াড়ের চেয়ে যা দ্বিগুণ।
-
শিরোপার আরও কাছে কিংস
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
-
বীরোচিত জয়ের পরও সেমিতে খেলা নিয়ে শঙ্কায় নাদাল
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শাস্তি পেল বাংলাদেশ দল
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী