বরখাস্ত শেখ রাসেল কোচ টিটু

আট ম্যাচের মধ্যে পাঁচটিতে হার। প্রিমিয়ার লিগ টেবিলেও অবস্থান অবনমন অঞ্চলে। স্বাভাবিকভাবে শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচ সাইফুল বারী টিটুর ভবিষ্যৎ পড়ে গিয়েছিল শঙ্কায়। সেটাই সত্যি হলো। দায়িত্ব থেকে টিটুকে সরিয়ে দিল কর্তৃপক্ষ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2022, 05:57 PM
Updated : 13 March 2022, 05:57 PM

টিম ম্যানেজার সাবেক ফুটবলার ওয়াসিম ইকবালকেও সরিয়ে দেওয়া হয়েছে। দুজনকে এ সিদ্ধান্তের কথা মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে রোববার জানিয়েছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর সালেহ জামান সেলিম।

আপাতত কোচের দায়িত্ব পালন করবেন টিটুর সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু।

চার বছর ধরে শেখ রাসেলের কোচের দায়িত্বে ছিলেন টিটু। ৪৯ বছর বয়সী এই কোচের অধীনে ঘরোয়া ফুটবলে কোনো শিরোপার স্বাদ পায়নি দলটি।

চলতি লিগে দলটির অবস্থা যাচ্ছেতাই। মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে ড্র করে আসর শুরুর পর শেখ রাসেল পরের ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে।

তৃতীয় ম্যাচে এসে সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে পায় প্রথম জয়ের স্বাদ। এরপর পথ হারিয়ে টানা পাঁচ ম্যাচ হেরে বসে ২০১২-১৩ মৌসুমে তিনটি শিরোপা জেতা দলটি।

লিগের সবশেষ দুই ম্যাচে শেখ রাসেল হারে তুলনামূলকভাবে কম শক্তির প্রতিপক্ষের কাছে। উত্তর বারিধারার বিপক্ষে ৩-২ গোলের হারের পর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া সংঘের কাছে উড়ে যায় ৩-০ ব্যবধানে।