হেরেই চলেছে শেখ রাসেল, হোচঁট মোহামেডানের

ব্যর্থতার বৃত্ত থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না শেখ রাসেল ক্রীড়া চক্র। এবার তারা হেরেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে। প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডে হোঁচট খেয়েছে ঐতিহ্যের ‘কঙ্কাল’ হয়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2022, 12:01 PM
Updated : 12 March 2022, 01:47 PM

বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার শেখ রাসেলকে ৩-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ। জয়ী দলের তিন গোলদাতা সোমা ওতানি, দিদারুল আলম ও আমিনুর রহমান সজীব।

টানা দুই ম্যাচ হারের পর জয় পেল মুক্তিযোদ্ধা সংসদ। আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তলানি থেকে দশম স্থানে উঠে এসেছে তারা। টানা পাঁচ ম্যাচ হারা শেখ রাসেল ৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে অবনমন অঞ্চলে।

শুরু থেকে শেষ পর্যন্ত কখনই শেখ রাসেলের খেলোয়াড়দের মধ্যে জয়ের আকাঙ্ক্ষা ফুটে ওঠেনি। বিপরীতে মুক্তিযোদ্ধা সংসদের মধ্যে ছিল জয়ে ফেরার তাড়না।

২২তম মিনিটে জাপানি মিডফিল্ডার ওতানির শট গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার গ্লাভস ছুঁয়ে জালে জড়ালে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা।

৫৪তম মিনিটে তেতসুয়াকি মিসুয়ার ফ্রি কিক রানা ফিস্ট করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি, ছুটে গিয়ে ফিরতি শটে ব্যবধান দ্বিগুণ করেন দিদারুল।

নির্ধারিত সময় শেষের ৯ মিনিট আগে সজীবের গোল মুক্তিযোদ্ধা সংসদের জয়ে ফেরা নিশ্চিত করে দেয় অনেকটাই।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে মোহামেডানকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে উত্তর বারিধারা।

টেবিলের উপরের দিকে থাকার লক্ষ্য নিয়ে লিগ শুরু করেছিল মোহামেডান। সেই লক্ষ্য পূরণের পথ আরও কঠিন হয়ে গেল। আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে সাদা-কালোরা।

আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে উত্তর বারিধারা।

দিনের আরেক ম্যাচে, সিলেট জেলা স্টেডিয়ামে শেষ দিকে জমে ওঠা ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।

একাদশ মিনিটে মরক্কোর মিডফিল্ডার আদিল কুসকুসের গোলে জয়ের পথেই ছিল পুলিশ এফসি। ৮৯তম মিনিটে রহমতগঞ্জকে সমতায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জয়সূচক গোলটি করেন দানিলো অগাস্তো।

আট রাউন্ড শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে প্রতিযোগিতার রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

তৃতীয় স্থানে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পয়েন্ট ১৬। রহমতগঞ্জের বিপক্ষে জয়ে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে পুলিশ এফসি। ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে চট্টগ্রাম আবাহনী। সাইফ স্পোর্টিং ১১ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।