ম্যানচেস্টার ইউনাইটেডে ‘এখনও খুশি’ র্যাশফোর্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2022 12:35 PM BdST Updated: 12 Mar 2022 08:55 PM BdST
একাদশে নিয়মিত সুযোগ মিলছে না, মাঠে নামলেও গোল ধরা দিচ্ছে না। কাঁধের চোট থেকে মাঠে ফেরার পর এই মৌসুমে যেন নিজের ছায়া হয়ে আছেন মার্কাস র্যাশফোর্ড। যথেষ্ট সুযোগের অভাব আর গোলের খরা মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি সুখী নন বলেই বার্তা উড়ছে বাতাসে। তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিলেন রালফ রাংনিক। ইউনাইটেড কোচের দাবি, এই ক্লাবে থেকেই দুঃসময়কে জয় করতে চান র্যাশফোর্ড।
গত মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে র্যাশফোর্ডের গোল ছিল ২১টি। কিন্তু কাঁধের অস্ত্রোপচারের পর গত অক্টোবরে মাঠে ফিরে এই মৌসুমে স্রেফ পাঁচবার জালের দেখা পেয়েছেন এই ফরোয়ার্ড।
বাজে সময়ের ছোবলে নড়বড়ে হয়ে গেছে দলে জায়গা। প্রিমিয়ার লিগের ম্যাচে শুরুর একাদশে সবশেষ তার নাম ছিল ঠিক এক মাস আগে, গত ১২ ফেব্রুয়ারি। সব মিলিয়ে ক্ষোভ-অসন্তোষের আগুন তার মনে জ্বলছে বলেই খবর।
কিন্তু সেসবের কোনো আঁচ টের পাননি বলেই দাবি রাংনিকের। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ বললেন, সুযোগ কম দেওয়া হচ্ছে না র্যাশফোর্ডকে।

“আমাকে সে বলেছে যে এখনও সে এখানে খুশি এবং ক্লাবের হয়ে উঁচু মানের পারফরম্যান্স দেখাতে মুখিয়ে আছে। এখানে সুখী না হওয়ার ব্যাপারে বিন্দুমাত্র কিছু সে আভাস দেয়নি। আমার মনেই হয় না এটা কোনো ইস্যু এবং আমাদের আলোচনায় সে এসব নিয়ে কিচ্ছু বলেনি।”
কোনো কারণে যদি র্যাশফোর্ড ক্লাব ছাড়তিও চান, সেটি আপাতত আর সম্ভব নয় বলেই মনে করেন কোচ।
“(ট্রান্সফার) উইন্ডো তো এখন বন্ধ হয়ে গেছে। যদি সে বা তার পরিবার কিংবা এজেন্ট অন্য কোনো ক্লাবে যাওয়ার চিন্তাও করে, তাহলে যেতে পারে, তবে আগামী গ্রীষ্মে।”
২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে এখন পয়েন্ট তালিকার পঞ্চমে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামের সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ লড়াই শনিবার।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের