ইন্দোনেশিয়াকে উড়িয়ে শুরু বাংলাদেশের

শুরুর দুই কোয়ার্টারে একচ্ছত্র আধিপত্য করল বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত ইন্দোনেশিয়া দিল বটে, কিন্তু জিমি-মিমোদের আটকাতে পারল না। স্বাগতিক ইন্দোনেশিয়াকে উড়িয়ে এএইচএফ কাপ হকিতে শুভসূচনা করল বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2022, 03:31 PM
Updated : 12 March 2022, 02:56 PM

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে হকি ফিল্ডে শুক্রবার পুল-বি’এর ম্যাচে স্বাগতিকদেরকে ৭-২ গোলে হারায় গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। খোরশেদুর রহমান জোড়া গোল করেন। একটি করে গোল রোমান সরকার, রাসেল মাহমুদ জিমি, পুস্কর ক্ষীসা মিমো, আরশাদ হোসেন ও সোহানুর রহমান সবুজের।

প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার (পিসি) থেকে বাংলাদেশকে এগিয়ে নেন খোরশেদ। দ্বিতীয় কোয়ার্টারে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় বাংলাদেশ।

আরশাদ ব্যবধান দ্বিগুণ করার পর রিভার্স হিটে ব্যবধান আরও বাড়ান সোহানুর। ২৭তম মিনিটে খোরশেদ পিসি থেকে স্কোরলাইন ৪-০ করেন।

ওয়ার্ল্ড হকি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৩ ধাপ পিছিয়ে থাকা ইন্দোনেশিয়া তৃতীয় কোয়ার্টারে কিছুটা চাপ দিতে থাকে। কিন্তু গোল পায়নি তারা।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশের খেলায় শুরুর আগ্রাসী মনোভাব ফিরে। ৪৯তম মিনিটে মিলে যায় গোলও। সারোয়ারের হিটে গোলরক্ষকের সামনে থাকা মিমো ফ্লিকে ব্যবধান আরও বাড়ান।

৫৫তম মিনিটেই জিমি ফ্লিকে এবং এরপর রোমান রিভার্স হিটে লক্ষ্যভেদ করলে বড় জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ।

শেষ দিকে দুই গোল করে ব্যবধান কমায়  ইন্দোনেশিয়া। পেনাল্টি স্ট্রোক থেকে আরদাম ও আসাসি আহদাম ফিল্ড গোল করেন।

আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।