ইউক্রেইন-স্কটল্যান্ড বাছাইয়ের প্লে-অফ স্থগিত
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2022 07:20 PM BdST Updated: 08 Mar 2022 07:58 PM BdST
-
ইউক্রেইন জাতীয় ফুটবল দল। ফাইল ছবি
দেশে চলছে যুদ্ধ। পরিস্থিতি নেই অনুকূলে। ইউক্রেইন তাই ফিফার কাছে অনুরোধ করেছিল স্কটল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি পিছিয়ে দেওয়ার। সাড়াও মিলেছে। স্থগিত হয়ে গেছে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচটি।
প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ২৪ মার্চ ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের সেমি-ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। তবে গত সপ্তাহে দেশে রাশিয়ার আগ্রাসনের কারণে ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য ফিফাকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে ইউক্রেইন।
স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি কবে নাগাদ মাঠে গড়াবে, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। আগামী ১ এপ্রিলে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্কটল্যান্ড-ইউক্রেইনের পিছিয়ে যাওয়া ম্যাচের কারণে ড্র বিলম্বিত নাও হতে পারে। কারণ আন্ত:মহাদেশীয় প্লে-অফ থেকে অন্য দুই ফাইনালিস্ট কারা হবে, তা আগামী জুনে জানা যাবে না।
আগামী ২১ নভেম্বর কাতার বিশ্বকাপ শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ গত নভেম্বরে বসনিয়ার বিপক্ষে খেলেছিল ইউক্রেইন। ওই ম্যাচের স্কোয়াডে থাকা ২৩ জনের মধ্যে ১৫ জনই নিজ দেশের ক্লাবগুলোতে খেলে। একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, গত মাসে লিগ বন্ধ হওয়ার পর থেকে ইউক্রেইনের অধিকাংশ খেলোয়াড়রই দেশে অবস্থান করছে।
ইতোমধ্যে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা অস্থায়ী কর্মসংস্থান ও নিবন্ধন নিয়ম চালু করেছে। যাতে করে ইউক্রেইন ও রাশিয়ার ক্লাবগুলোতে খেলা বিদেশি ফুটবলাররা এ দুটি দেশের বাইরে ক্লাবগুলোর সঙ্গে চুক্তি করতে পারে।
এই নিয়ম ইউএএফ (ইউক্রেন) ও ফুটবল ইউনিয়ন অব রাশিয়ার সঙ্গে সংযুক্ত ক্লাবগুলোর সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড়দের চুক্তি ৩০ জুন পর্যন্ত স্থগিত নিশ্চিত করবে।
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন