কাজ শেষ হয়নি, সালাহ-মানেদের মনে করিয়ে দিলেন লিভারপুল কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2022 09:44 PM BdST Updated: 08 Mar 2022 12:17 AM BdST
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে জয়। দ্বিতীয় লেগ ঘরের মাটিতে। কোয়ার্টার-ফাইনালে যাওয়ার পথে নিজেদের অনেকটা এগিয়ে রাখতেই পারে লিভারপুল। তবে কাজটা এতো সহজ হবে না বলেই মনে করেন প্রিমিয়ার লিগের দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ। ইন্টার মিলানের বিপক্ষে আবার খেলার আগে তাই মোহামেদ সালাহ, সাদিও মানেদের মনে করিয়ে দিলেন, কাজ এখনও বাকি রয়ে গেছে।
বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার রাত দুই টায় অ্যানফিল্ডে মুখোমুখি হবে দুই দল।
গত ১৬ ফেব্রুয়ারি সান সিরোতে প্রথম লেগে রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহর গোলে ২-০ গোলে জয় পায় লিভারপুল। ওই ম্যাচের পর ক্লপ বলেছিলেন, দ্বিতীয় লেগে ইন্টারের কাছ থেকে আরও বেশি লড়াই আশা করছেন তিনি।
সেরি আর পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা ইন্টার সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচ মাত্র একটি জয় পেয়েছে। তবে লিগে রোববার সালেরনিতানাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে মিলানের ক্লাবটি।
সংবাদ সম্মেলনে মঙ্গলবার ক্লপ বললেন, প্রথম লেগে পাওয়া জয় নিয়ে আত্মতুষ্টিতে ভুগলে চড়া মাশুল গুনতে হতে পারে তার দলকে।
“২-০ এমন একটি লিড যা সম্ভবত ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি উল্টে যায়। যদি বিরতির সময় ২-০ গোলে এগিয়ে থাকা কেউ ভাবে সে ইতোমধ্যেই জিতে গেছে, তাহলে সে ভুল পথে রয়েছে।”
"(প্রথম লেগের) ফলাফল আমার প্রত্যাশার চেয়ে অনেক ভালো ছিল। এটা সত্যিই কঠিন ম্যাচ ছিল এবং খেলাটা কঠিন ছিল। আমরা জানি, তারা উঁচু মানের দল। তারা তাদের সবশেষ ম্যাচটি ৫-০ গোলে জিতেছে... এটা আসলেই দারুণ ছিল।”
ক্লপ মনে করেন, ইতালিয়ান চ্যাম্পিয়ানদের বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করছে তাদের জন্য।
“তারা একটি অভিজ্ঞ দল এবং তারা এখানে নিয়ম রক্ষার জন্য আসবে না। তারা আক্রমণ করে খেলতে চায় এবং আমরা এমন একটি দল নই যারা (ইতিবাচক) ফলাফলের জন্য রক্ষণাত্মক খেলে এবং কোনমতে পার হতে চায়। দেখা যাক এই ম্যাচ থেকে আমরা কি অর্জন করতে পারি।”
চোটের কারণে গত শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে দলের বাইরে ছিলেন ফিরমিনো, জোয়েল মাতিপ ও থিয়াগো আলকান্তারা। ইন্টারের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে চোট কাটিয়ে এই তিনজনই অনুশীলনে ফিরেছেন বলে জানিয়েছেন ক্লপ। তবে তাদের খেলার ব্যাপারটি নিশ্চিত করেননি।
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের