নির্ধারিত সময়ে সমতা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়েও ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের দিকে। শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে বদল এলো দৃশ্যপটে। সফল স্পট কিকে আবাহনীকে স্বস্তির জয় এনে দিলেন দেনিয়েল কলিনদ্রেস সোলেরা।
Published : 06 Mar 2022, 06:54 PM
সিলেট জেলা স্টেডিয়ামে রোববার লিগে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আবাহনী। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
এমেরি বাইসেঙ্গে সাইফ স্পোর্টিংকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো। এরপর কলিনদ্রেসের ওই গোল।
আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে আসা মারিও লেমোসের দল জয়ে ফিরল। সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানও ফিরে পেল আকাশী-নীলরা। ১০ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং আছে পঞ্চম স্থানে।
গত আসরে দুই দলের প্রথম দেখায় ২-০ গোলে জিতেছিল আবাহনী। ফিরতি লেগে ৩-২ ব্যবধানের জয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল সাইফ স্পোর্টিং।
৬৯তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। জামাল ভূইয়ার ফ্রি কিকে দূরের পোস্ট থাকা বাইসেঙ্গে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন।
পাল্টা জবাব দিতে দেরি অবশ্য করেনি আবাহনী। ৭৫তম মিনিটে কলিনদ্রেসের কর্নারে হেডে সমতা ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন। চলতি লিগে এটি তার ষষ্ঠ গোল।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা কলিনদ্রেস বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিগের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নরা। কোস্টারিকার এই ফরোয়ার্ডই স্পট কিক থেকে গড়ে দেন ম্যাচের ভাগ্য।
জয়ের সঙ্গে এ ম্যাচে আবাহনীর বাড়তি প্রাপ্তি কলিনদ্রেসের গোলের ধারাবাহিকতায় থাকা। চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে যাওয়া আগের ম্যাচে ব্যক্তিগত গোলের খাতা খুলেছিলেন তিনি।
দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আবাহনীর জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ফের তৃতীয় স্থানে নেমে গেছে তারা।
গোপালগঞ্জের শেখ ফজলুল মনি স্টেডিয়ামে দুই গোল হজমের পর শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-২ ব্যবধানে হারিয়ে চমক উপহার দিয়েছে উত্তর বারিধারা।
১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। ৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে শেখ রাসেল। উত্তর বারিধারার পয়েন্ট ৭।